আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সই এগিয়ে?

ফ্রান্স ফেবারিট হলেও সুযোগ থাকছে মেসিদেরও। ছবি: রয়টার্স
ফ্রান্স ফেবারিট হলেও সুযোগ থাকছে মেসিদেরও। ছবি: রয়টার্স
>ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার কি কোনো আশাই নেই! আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ খেলা হারনান ক্রেসপো অবশ্য মনে করেন, আশা আছে। কিন্তু তিনি ফেবারিট বলছেন ফ্রান্সকেই

বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে ফ্রান্সকে। গ্রুপ চ্যাম্পিয়ন হলেও তাদের খেলা অবশ্য ফুটবল–ভক্তদের খুব একটা মন ভরাতে পারেনি। কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে, আঁতোয়ান গ্রিজমান, পল পগবাদের ফ্রান্সের কাছ থেকে আরও অনেক বেশি আক্রমণাত্মক ও দৃষ্টিসুখকর ফুটবল উপহার চেয়েছিল ফুটবলপ্রেমীরা। অস্ট্রেলিয়া ও পেরুর বিপক্ষে জিতলেও সেই জয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার কিছু পাওয়া যায়নি। ডেনমার্কের বিপক্ষে শেষ ম্যাচটি তো ছিল রীতিমতো বিরক্তিকর। সেই ফ্রান্সই শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনার। তবে এই ম্যাচে ফ্রান্স এগিয়ে থেকেই মাঠে নামবে বলে মনে করেন হারনান ক্রেসপো।

আর্জেন্টিনার সাবেক তারকা স্ট্রাইকার স্বস্তি পাচ্ছেন এই ভেবে যে আর্জেন্টিনা অনেক কাঠখড় পুড়িয়েই এই পর্বে উঠেছে, ‘নাইজেরিয়ার বিপক্ষে জীবন-মরণ লড়াই করেই জয়টা তুলে নিয়েছে আর্জেন্টিনা। সেই জয়টা অবশ্য ছিল খুবই তৃপ্তিদায়ক। ভালো লাগছে এই ভেবে যে আমরা দ্বিতীয় পর্বে ফ্রান্সকে হারানোর সুযোগ পাব। তবে এই ম্যাচে অবশ্যই এগিয়ে ফ্রান্স।’

গ্রুপ পর্বে আর্জেন্টিনার খেলা বিশ্লেষণ করেই বাস্তববাদী হচ্ছেন ক্রেসপো, ‘ফ্রান্স এই বিশ্বকাপের অন্যতম ফেবারিট। ওদের বিপক্ষে খেলা সত্যিই কঠিন। ম্যাচটা মোটেও সহজ হবে না।’
তবে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনাকে নিয়ে কিছুটা আশাবাদী অবশ্য হতে পারছেন দেশের হয়ে তিনবার বিশ্বকাপ খেলা এই স্ট্রাইকার, ‘আমরা ধাপে ধাপে উন্নতির চেষ্টা করছি। নাইজেরিয়ার বিপক্ষে জয়টি দলকে চাপমুক্ত রাখতে সহায়তা করবে। হয়তো এই আর্জেন্টিনার সঙ্গে খেলাটা ফ্রান্সের জন্য কঠিনই হবে। যদিও ফ্রান্স অনেক বেশি গোছানো অবস্থায় আছে।’

আর্জেন্টিনা ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি চাপহীন অবস্থাতেই খেলবে বলে মনে করেন ক্রেসপো, ‘নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়েরা কেঁদেছিল। এতেই বোঝা গেছে, তারা কী ধরনের চাপে ছিল। আমি মনে করি, সেই ম্যাচটি খেলোয়াড়দের চাপমুক্ত হতে সহায়তা করবে। ফ্রান্সের বিপক্ষে অনেকটা হালকা হয়েই তারা মাঠে নামতে পারবে।’