বেলজিয়ামের কৌশল নিয়ে দেশমের ঘুম হারাম

অভিনব কৌশলে খেলতে পারে বেলজিয়াম, জানেন দেশম
অভিনব কৌশলে খেলতে পারে বেলজিয়াম, জানেন দেশম
>শেষ আটে ব্রাজিলের বিপক্ষে কৌশলে পরিবর্তন এনে জয় তুলে নিয়েছিলেন রবার্তো মার্তিনেজ। সেমিফাইনালে আজ ফ্রান্সের বিপক্ষেও কৌশলে এই পরিবর্তন আনতে পারেন বেলজিয়ামের এই কোচ। এ নিয়ে বেশ সতর্ক ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম

মোটামুটি পুরো টুর্নামেন্টেই ৩-৪-৩ ছকে খেলেছে বেলজিয়াম। কিন্তু ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে কৌশলে সামান্য পরিবর্তন এনেছিলেন দলটির কোচ রবার্তো মার্তিনেজ। শিষ্যদের ৪-৩-৩ ছকে খেলান তিনি। এতেই বাজিমাত, ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে বেলজিয়াম। আজ ফ্রান্সের বিপক্ষে সেমির লড়াইয়ে মাঠে নামবেন মার্তিনেজের শিষ্যরা।

বেলজিয়ামের জার্সিতে সব সময় সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেছেন রোমেলু লুকাকু। আর সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন কেভিন ডি ব্রুইনা। কিন্তু শেষ আটে লুকাকুকে ডান দিকে আর ডি ব্রুইনাকে লুকাকুর জায়গায় দেখে ব্রাজিল কি ভড়কে গিয়েছিল? সে রকম কিছু ঘটলে মার্তিনেজ যে তার পুরো সুবিধাটুকু আদায় করেছেন, তা বলাই বাহুল্য। এতে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও ভালোই বুঝতে পারছেন, বেলজিয়াম তাঁদেরও চমকে দিতে পারে!

সেমির প্রতিপক্ষ দল নিয়ে দেশমের মন্তব্য, ‘বেলজিয়াম সেমিফাইনালে ভাগ্যের জোরে ওঠেনি। ব্রাজিলের বিপক্ষে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল, যেটা তারা সঠিকভাবে বাস্তবায়ন করেই উঠে এসেছে। তারা কি আমাদের বিপক্ষেও কোনো আলাদা পরিকল্পনা করে রেখেছে? অবশ্যই, করতেই পারে!’

বেলজিয়ামের খেলার ধরন বেশ দ্রুতগতির। দেশম তা জানেন, ‘আমরা জানি ওরা খুব দ্রুতগতির ফুটবল খেলে। তাই নিশ্চিত করতে হবে, দলের খেলোয়াড়েরা যেন বেলজিয়ানদের এই গতি দেখে ভড়কে না যায়। ম্যাচের প্রতি মুহূর্তেই বদলাতে পারে পরিকল্পনা আর সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’

বেলজিয়ামের আজকের এই অবস্থানে আসার পেছনে তাদের সাবেক কোচ মার্ক উইলমটসের অবদানও যে রয়েছে, সে কথাও বললেন দেশম, ‘আমি মার্তিনেজকে হেয় করে কিছু বলতে চাই না। তবে উইলমটসের কোচিংয়ের অনেক সুফল পাচ্ছেন মার্তিনেজ। উইলমটসের কাছ থেকে নেওয়া দলটাকেই নিজের ধাঁচ অনুযায়ী কম-বেশি পরিবর্তন করে তিনি নিজের ছাপ রেখে চলেছেন।’

আজকের আগে মোট ৭৩ ম্যাচে মুখোমুখি হয়েছে ফ্রান্স-বেলজিয়াম। এর মধ্যে ফ্রান্স জিতেছে ২৪ বার, বেলজিয়াম জিতেছে ৩০ বার ও বাকি ১৯ ম্যাচ ড্র হয়েছে। আজকে কি বেলজিয়াম তাদের এই ব্যবধানকে আরেকটু বাড়িয়ে নিতে পারবে? দেখা যাক!