নাটক করে কথা শুনতে হলো এমবাপ্পেকে

সময় নষ্ট করে সেমিফাইনালে হলুদ কার্ড দেখেছেন এমবাপ্পে। ছবি: রয়টার্স
সময় নষ্ট করে সেমিফাইনালে হলুদ কার্ড দেখেছেন এমবাপ্পে। ছবি: রয়টার্স

ফ্রান্সের সামনে আবারও বিশ্বকাপ জয়ের হাতছানি। ২০০৬ সালে বিশ্বকাপ থেকে হাতছোঁয়া দূরত্বে ফিরতে হয়েছে। এবার আর শিরোপা ফসকানো যাবে না—ফাইনালের আগে নিশ্চয়ই এমন কিছুই ভাবছেন গ্রিজমানরা। ফ্রান্সকে ফাইনাল জিততে হলে কী করতে হবে, এ নিয়ে গ্রিজমানদের জন্য একটি ছোট্ট টোটকা দিয়েছেন বেলজিয়াম ডিফেন্ডার টমাস মনিয়ের।

প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে মনিয়ের। সেই সুবাদে ভালোভাবেই জানেন কিলিয়ান এমবাপ্পের সামর্থ্য। ডান প্রান্ত দিয়ে আক্রমণ সাজানোর দায়িত্বটা দুজনে ভাগাভাগি করে নেন। তবে ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার মনে করেন, বিশ্বকাপ জিততে হলে এমবাপ্পেকে অতি অভিনয় কমাতে হবে।

১০ জুলাই মঙ্গলবার বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। তবে বেলজিয়ানরা হার নিয়ে যতটা অসন্তুষ্ট, তার চেয়েও যেন বেশি অসন্তুষ্ট এমবাপ্পের অভিনয় নিয়ে। ম্যাচের শেষ দিকে মাঠে পড়ে গিয়ে এমবাপ্পে যেভাবে সময় অপচয় করেছেন, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না মনিয়ের, ‘আমাদের সঙ্গে ও যেভাবে সময় অপচয় করেছে, প্যারিসে সে রকম কখনো দেখেছি বলে মনে পড়ে না।’

তবে এমবাপ্পে নিজের ইচ্ছেয় সময় অপচয় করেছেন বলে মনে করেন না মনিয়ের, ‘আমি নিশ্চিত, এর জন্য ওকে কেউ নির্দেশ দিয়েছে। ও খুব প্রতিভাবান, ভবিষ্যতের বড় একজন তারকা। আমি চাইব, কারও কথা শুনে যেন এভাবে প্রভাবিত না হয় এমবাপ্পে।’