নীলফামারীতে খেলবে মালদ্বীপের চ্যাম্পিয়নরা

>
নীলফামারীতে খেলবে মালদ্বীপ চ্যাম্পিয়ন নিউ রেডিয়ান্ট। সংগৃহীত ছবি
নীলফামারীতে খেলবে মালদ্বীপ চ্যাম্পিয়ন নিউ রেডিয়ান্ট। সংগৃহীত ছবি

মালদ্বীপের চ্যাম্পিয়ন ক্লাব নিউ রেডিয়েন্ট খেলবে নীলফামারীতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন ক্লাব বসুন্ধরা কিংসের আমন্ত্রণে বাংলাদেশে আসছে গত এপ্রিলে এএফসি কাপে আবাহনীকে দুই লেগে ৬ গোল দেওয়া এই ক্লাব।

নীলফামারীবাসী জন্য সুখবর। আবারও আন্তর্জাতিক ফুটবলের স্বাদ পেতে যাচ্ছে তাঁরা। কোনো জাতীয় দল নয়, এবার তাঁদের অতিথি হতে যাচ্ছে মালদ্বীপের লিগ চ্যাম্পিয়ন নিউ রেডিয়েন্ট ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন ক্লাব বসুন্ধরা কিংসের আমন্ত্রণে বাংলাদেশে আসতে যাচ্ছে তাঁরা। নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে দুই দলের প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর। 
প্রীতি ম্যাচ খেলতে রেডিয়েন্টের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, ‘আমরা নিউ রেডিয়েন্টকে অনুশীলন ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছিলাম। তারাও খেলতে সম্মতি দিয়েছি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর নীলফামারীতে।’ 
এই তো, গত ২৯ আগস্ট নীলফামারীতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কানায় কানায় ভরে উঠেছিল নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম। বাংলাদেশ ১-০ গোলে হেরে গেলেও আন্তর্জাতিক ফুটবল উৎসবের আবহ তৈরি করেছিল জেলায়। এবার তাঁদের সামনে দক্ষিণ এশিয়ার ‘মেসি’ খ্যাত আলী আশফাকের ক্লাব। যে দলটি গত এপ্রিলে এএফসি কাপে ঢাকায় এসে বাংলাদেশ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে ১-০ গোলে হারিয়েছিল। আর মালেতে অ্যাওয়ে ম্যাচে আবাহনীর হার ছিল ৫-১ গোলে। 
মূলত রেডিয়েন্ট-বসুন্ধরা ম্যাচটির উদ্যোক্তা বসুন্ধরার বর্তমান স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। যিনি গত মৌসুমে রেডিয়েন্টের কোচ ছিলেন। এবার নতুন দলের ডাগ আউটে দাঁড়িয়ে পুরোনো দলের বিপক্ষে তাঁকে দিতে হবে পরীক্ষা। নতুন মৌসুমের জন্য নিজেদের হোম ভেন্যু হিসেবে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামকে বেছে নিয়েছে বসুন্ধরা। তাই মৌসুম শুরুর আগেই দর্শকদের সঙ্গে পরিচিত হতে যাচ্ছেন তৌহিদুল আলম সবুজ, নুরুল নাঈম ফয়সালরা।