ভারতের বিপক্ষে হংকংয়ের অবিশ্বাস্য ব্যাটিং!

হংকংকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার নিজাকাত ও অংশুমান। ছবি: এএফপি
হংকংকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার নিজাকাত ও অংশুমান। ছবি: এএফপি
>

এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইতিহাস গড়ার পথে হংকং।

ইতিহাস গড়তে পারবে হংকং? প্রশ্নটির জবাব পেতে হলে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তার আগ পর্যন্ত এ কথা বলাই যায়, ভারতের বোলারদের নিয়ে খেলছে হংকং!

অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু স্কোরবোর্ড তো ভুল বলে না। এশিয়া কাপে আজকের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৮৫ রান তুলেছিল ভারত। জবাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে হংকং বিনা উইকেটে ১৬৪! জয়ের জন্য শেষ ১৮ ওভারে ১২২ রান চাই দলটির। এই লক্ষ্যে পৌঁছাতে পারলে ভারতের মতো পরাশক্তিকে হারিয়ে হংকং ক্রিকেট বিশ্বকে কি একটা ধাক্কাই না দেবে!

কিন্তু পথটা এখনো বেশ দূরের আর কঠিনও। যদিও হংকংয়ের দুই ওপেনার নিজাকাত খান (৮৭*) ও অধিনায়ক অংশুমান রাঠ (৭১*)। ওয়ানডেতে এরই মধ্যে তাঁরা নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন। আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে ভারত এর আগে শুধু কেনিয়ার কাছে দুবার হেরেছে। সহযোগী দেশগুলোর বিপক্ষে ২৭ বারের মুখোমুখিতে ২৫ বারই জিতেছে ভারত। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় দলটিকে হারিয়ে হংকং কি পারবে বড় অঘটনের জন্ম দিতে?