১০ রানে ৮ উইকেট!

এই বলটা দিয়েই গড়েছেন বিশ্ব রেকর্ড। মাঠ ছাড়ার সময় বলটা তাই স্মৃতি হিসেবে রেখে দিলেন শাহবাজ নাদিম। ছবি: টুইটার
এই বলটা দিয়েই গড়েছেন বিশ্ব রেকর্ড। মাঠ ছাড়ার সময় বলটা তাই স্মৃতি হিসেবে রেখে দিলেন শাহবাজ নাদিম। ছবি: টুইটার
>লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড এখন ঝাড়খন্ডের স্পিনার শাহবাজ নাদিমের

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শাহবাজ নাদিম জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। এবার সেই কড়া নাড়ার শব্দটা বোধ হয় আরব-আমিরাতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছে গেল! বাঁ হাতি এই স্পিনার লিস্ট ‘এ’ ক্রিকেটে যে কীর্তি গড়েছেন তাতে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের ভাবনায় ভালোভাবেই থাকার কথা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড এখন নাদিমের।বিজয় হাজারে ট্রফিতে এই রেকর্ড গড়েছেন ২৯ বছর বয়সী স্পিনার। ঝাড়খন্ডের এই স্পিনারের ঘূর্ণিতে ২৮.৩ ওভারে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় রাজস্থান। নাদিম মাত্র ১০ রান খরচায় একাই নিয়েছেন ৮ উইকেট। রাজস্থানের এই ইনিংসে তাঁর বোলিং ফিগার ১০-৪-১০-৮! দুর্দান্ত এই পারফরম্যান্স দিয়ে প্রায় দুই দশকের পুরোনো রেকর্ড ভেঙেছেন নাদিম। আগের বিশ্ব রেকর্ডটিও এক ভারতীয় স্পিনারের। ১৯৯৭-৯৮ মৌসুমে হিমাচল প্রদেশের বিপক্ষে ১৫ রানে ৮ উইকেট নিয়েছিলেন দিল্লির স্পিনার রাহুল সাংভী। ২০০১ সালে ভারতের হয়ে মাত্র এক টেস্ট খেলা সাংভীর সেই রেকর্ড ভাঙলেন নাদিম।নাদিম ও সাংভী উইকেটসংখ্যায় সমান থাকলেও পার্থক্যটা রান দেওয়ায়। সাংভীর চেয়ে ৫ রান কম দিয়েছেন নাদিম। ভারত ‘এ’ দলের হয়ে কিছুদিন আগে ইংল্যান্ড সফর করা এই স্পিনার ম্যাচের একপর্যায়ে ১০ উইকেট নেওয়ার পথেই ছিলেন। কিন্তু তাঁর সতীর্থ স্পিনার অনুকূল রায় উইকেট তুলে নেওয়ায় নাদিম আর সে সুযোগ পাননি। এ ম্যাচে ঝাড়খন্ড মাত্র ১৫ ওভারেই ৭ উইকেটের জয় তুলে নিয়েছে।লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় সেরা বোলিং পারফরম্যান্স চামিন্ডা ভাসের। ২০০২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক এই পেসার। ওয়ানডেতে এক ইনিংসে এটি সেরা বোলিংয়েরও রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড আবদুর রাজ্জাকের। ২০০৪ সালে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ১৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন বাঁ হাতি এই স্পিনার।