ফেডারেশন কাপে বসুন্ধরা, জামালের সঙ্গে মোহামেডান

২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ। ফাইল ছবি
২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ। ফাইল ছবি
২৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে মৌসুম শুরুর টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফুটবল। আজ বাফুফে ভবনে হয়ে গেল এই টুর্নামেন্টের গ্রুপিং।

২৭ অক্টোবর থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে মৌসুম শুরুর টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফুটবল। এতে অংশ নিচ্ছে প্রিমিয়ার লিগের ১৩টি ক্লাবই। আজ বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়ে গেল ফেড কাপের গ্রুপিং।

দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। একটি বাদে প্রতিটি গ্রুপেই দলের সংখ্যা তিনটি। একটিতে খেলছে (গ্রুপ ডি) চারটি দল। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে কোয়ার্টার ফাইনালে।
খাতা-কলমের বিচারে শেষ আটে পা রাখার জন্য ডি গ্রুপের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। এই গ্রুপে শেখ জামালের সঙ্গে আছে নবাগত শক্তিশালী বসুন্ধরা কিংস আর মোহামেডান স্পোর্টিং। অন্য দলটি আরেক নবাগত নোফেল স্পোর্টিং।

গ্রুপ ‘এ’: চট্টগ্রাম আবাহনী, আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি
গ্রুপ ‘বি’: সাইফ স্পোর্টিং, ব্রাদার্স ইউনিয়ন, বিজেএমসি
গ্রুপ ‘সি’: আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়াচক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র
গ্রুপ ‘ডি’: শেখ জামাল ধানমন্ডি, মোহামেডান স্পোর্টিং, বসুন্ধরা কিংস ও নোফেল স্পোর্টিং ক্লাব