'আমি জানি আমি কোথায় রান করি বা করি না'

সিরিজ সেরা ইমরুল কায়েস। ছবি: প্রথম আলো
সিরিজ সেরা ইমরুল কায়েস। ছবি: প্রথম আলো

আগের ম্যাচেই আক্ষেপটার জন্ম। কিন্তু সেটা বেশি অনুভব হলো আজ। সিরিজে দ্বিতীয় ম্যাচে ‘নার্ভাস নাইন্টিজ’-এ আউট হওয়ার পরের ম্যাচেই সেঞ্চুরি। দেশের হয়ে প্রথম কোনো ব্যাটসম্যানের টানা তিন সেঞ্চুরির রেকর্ডটা মাত্র দশ রানের জন্য হাতছাড়া হয়েছে ইমরুল কায়েসের। হতাশা জাগতেই পারে তাঁর। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে তাঁকে তো আসলে বোলার আউট করেনি। নিজেই অহেতুক আগ্রাসী খেলতে গিয়ে আউট হয়েছেন।

বাংলাদেশের হয়ে টানা তিন সেঞ্চুরি দেখতে না পাওয়ার হতাশাটা তাই সব ক্রিকেটামোদীর। কিন্তু যিনি একটুর হাতছাড়া করেছেন, তাঁর আফসোসই তো সবচেয়ে বেশি, তাই না? ভুল! দেশের হয়ে খেলছেন, টানা তিন ম্যাচে রান পেয়েছেন এতেই তৃপ্ত ইমরুল, ‘আমি শূন্য রান আউট হতে পারতাম। আমি রান করেছি তিনটা ম্যাচে এটা অবশ্যই ভালো লাগছে। তিনটা সেঞ্চুরি হলে ভালো লাগত যেহেতু এটা কেউ কখনো করেনি বাংলাদেশের হয়ে। বাংলাদেশি হিসেবে আমি প্রথম করতাম, আমার একটা সুযোগ ছিল। আমারও খারাপ লেগেছে সেদিন। চিন্তা করছিলাম আবার ৯০ এর ঘরে গেলে আর ভুল করব না।’

দ্বিতীয় ম্যাচেই বা অমন ভুল করতে কেন গেলেন ইমরুল? সেদিন তো বাংলাদেশ যে জিততে যাচ্ছে, সেটা আগেই বোঝা গিয়েছিল হাতেও যথেষ্ট সময় ছিল তাঁর। ইমরুল বললেন, নিজের ওপর নিজেই চাপ সৃষ্টি করার ভুলেই সুযোগটা নষ্ট হয়েছে তাঁর, ‘আগের ম্যাচে আসলে আমার একটু বেশি প্রত্যাশা ছিল নিজের কাছে। পর পর সেঞ্চুরি করব (এ আশা ছিল), যার জন্য চাপ বেশি লাগছিল। কিন্তু আজ ৯০ এর পর কোনো চাপ অনুভব করিনি। ভেবেছি শেষ করব ইনিংসটা তখন সেঞ্চুরি হলে হবে না হলে নাই। যখন নব্বই রানে ছিলাম দলের জেতার জন্য অনেক রান লাগত। জানতাম থাকলে এটা এক শ হয়ে যাবে।’

তিন সেঞ্চুরির রেকর্ড হয়তো হয়নি ইমরুলের। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটি তামিম ইকবালের কাছ থেকে নিয়ে নিয়েছেন ইমরুল। মাত্র ১২ রানের জন্য তিন ম্যাচ সিরিজের বিশ্ব রেকর্ডটি হাতছাড়া করেছেন। যে ব্যাটসম্যানের নামের পাশে সুযোগ পেলেই অধারাবাহিক ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, তাঁর জন্য তো ব্যাপারটা বিশেষ কিছুই। ইমরুল অবশ্য জানিয়ে দিয়েছেন সমালোচকদের কথা মাথায় রাখেন না। নিজের সামর্থ্য তাঁর ভালোই জানা, ‘এটা আমার ক্রিকেট জীবনে বড় প্রাপ্তি (সর্বোচ্চ রান)। আমি চেষ্টা করব এটা ধরে রাখতে। আসলে অনেক কথাই বলা হয়, ধারাবাহিকতা নেই। আমি জানি আমি কোথায় রান করি বা করি না। এটা নিয়ে আমি আতঙ্কিত না।’