পদোন্নতির চেয়ে পদত্যাগ শ্রেয় মনে হলো তাঁর!

>
ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালকের পদ থেকে এবার পদত্যাগ করলেন সাবেক অধিনায়ক মার্ক টেলর। ফাইল ছবি
ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালকের পদ থেকে এবার পদত্যাগ করলেন সাবেক অধিনায়ক মার্ক টেলর। ফাইল ছবি

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বোর্ডের পরিচালক মার্ক টেলর পদত্যাগ করেছেন। কিন্তু কী কারণে তিনি পদত্যাগ করলেন?

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বোর্ডের পরিচালক মার্ক টেলর পদত্যাগ করেছেন। আজ সোমবার সিডনির স্থানীয় সময় বেলা দুইটায় এক সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগের কথা জানান টেইলর।


ঠিক চার দিন আগে সিএ চেয়ারম্যান ডেভিড পিভার তাঁর পদ থেকে সরে দাঁড়ান। সিএ এর বর্তমান সদস্যদের মধ্যে সাবেক অধিনায়ক মার্কই সবচেয়ে বেশি সময় ধরে বোর্ডের সঙ্গে কাজ করেছেন। বিশ্লেষকেরা মনে করছেন, ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারের সেবা থেকে বঞ্চিত হবে অস্ট্রেলীয় ক্রিকেট।


হঠাৎ পদত্যাগের কারণ নিয়ে কিছু জানাননি টেলর। শুধু বলেছেন, ‘আমি এমন একটি সময়ে পৌঁছেছি, যেখান থেকে হয় ওপরে উঠতে হবে, নয়তো নিচে নেমে যেতে হবে। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে, যেখান থেকে হয় আমি সিএর চেয়ারম্যান হতে পারি অথবা পদত্যাগ করতে পারি।’


পদোন্নতির চেয়ে পদত্যাগ করাকেই তাঁর জন্য শ্রেয় মনে করেছেন টেলর, ‘আমার সিদ্ধান্ত সঠিক বলে আমি মনে করি। আমি আশা করছি, জাতীয় দলের অন্য কোনো সাবেক খেলোয়াড় নতুন কোনো ধারণা নিয়ে পরিচালকের পদে আসার সুযোগ পাবে।’


টেলরের পদত্যাগ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান আর্ল এডিংস কথা বলেছেন। টেলরকে ধন্যবাদও জানিয়েছেন তিনি, ‘মার্কের মতো একজন কিংবদন্তি ক্রিকেটার আমাদের সংস্থার জন্য একটি সম্মানজনক বিষয় ছিল। আমরা তাঁর শুভ কামনা করি।’