চাকরি পাকা হতে যাচ্ছে সোলারির?

সোলারির অধীনে দুর্দান্ত খেলছে রিয়াল
সোলারির অধীনে দুর্দান্ত খেলছে রিয়াল
পরবর্তী ম্যানেজার না আসা পর্যন্ত ভগ্নপ্রায় রিয়াল মাদ্রিদকে জয়ের ধারায় ফেরাতে হবে—অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির কাঁধে ছিল পাহাড়সম দায়িত্ব। চার ম্যাচে চার জয় দিয়ে সেই পরীক্ষাতে একরকম লেটার মার্ক নিয়ে পাস করেছেন তিনি। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এখন চাচ্ছেন সোলারির কাঁধেই পাকাপাকিভাবে রিয়াল মাদ্রিদের ম্যানেজারের দায়িত্বটা তুলে দিতে।


এই মৌসুমের শুরুতেই জিনেদিন জিদান কোচের পদ ছেড়ে দেওয়ার পর রিয়াল মাদ্রিদের কোচ হয়ে এলেন হুলেন লোপেতেগি। কিন্তু বেশি দিন থাকতে পারলেন না। সাত ম্যাচে পাঁচ পরাজয়ই যথেষ্ট ছিল লোপেতেগির চাকরি হারানোর জন্য। মাঝ মৌসুমে লোপেতেগির জায়গায় নতুন ম্যানেজার হিসেবে কে আসবেন? রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কপালে তাই পড়েছিল চিন্তার ভাঁজ। আন্তোনিও কন্তে, জোয়াকিম লো, জুলিয়ান নাগেলসম্যান, রবার্তো মার্টিনেজ, মরিসিও পচেত্তিনো, লিওনার্দো জার্ডিম, ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি— অনেক কোচের কাছেই প্রস্তাব পাঠানো হয়েছিল, কেউই হুট করে নিজ নিজ চাকরি ছেড়ে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার ঝুঁকি নিতে চাননি। । ফলে রিয়াল মাদ্রিদের যুবদলের কোচ সান্তিয়াগো সোলারির হাতেই সঁপে দেওয়া হয়েছিল রিয়াল সামলানোর দায়িত্ব।

পেরেজ ভেবেছিলেন, দুই সপ্তাহ কোনোভাবে ভালোয় ভালোয় পার করে দিতে পারলেই হবে, দুই সপ্তাহ পর কোনো একটা তারকা কোচকে রিয়ালের দায়িত্ব বুঝিয়ে দেবেন তিনি। কিন্তু এই দুই সপ্তাহেই মাঠের ভেতরে ও বাইরে সোলারি রিয়াল মাদ্রিদের পরিস্থিতি যেভাবে বদলে দিয়েছেন, রিয়াল মাদ্রিদের পূর্ণাঙ্গ কোচ হওয়ার সুযোগ এখন তারই সবচেয়ে বেশি! সোলারি একটা রেকর্ডও করে ফেলেছেন। রিয়ালের ১১৫ বছরের ইতিহাসে প্রথম চার ম্যাচ ধরে, সবচেয়ে সফল কোচ তিনিই।
স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী কোনো কোচ ১৫ দিনের বেশি অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকতে পারেন না। মেয়াদ ১৫ দিনের বেশি হলেই স্বয়ংক্রিয়ভাবে তাঁর চাকরি পাকা হয়ে যায়। আজকের দিনটা পার হলেই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ১৬ দিন থাকা হয়ে যাবে সোলারির। আর যেহেতু অন্য কোনো কোচের ব্যাপারে নিশ্চিতভাবে কিছুই শোনা যাচ্ছে না, সেহেতু মনে করা হচ্ছে সোলারিই অন্তত এই মৌসুমের শেষ পর্যন্ত রিয়ালের দায়িত্বটা পাচ্ছেন।
সোলারির অধীনে এই পর্যন্ত রিয়াল মাদ্রিদ ম্যাচ খেলেছে চারটা। সে চারটা ম্যাচ তারা জিতেছে তো বটেই, চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে কোচ গোলও খায়নি, গোল করেছে ১৫টি। করিম বেনজেমা, লুকা মদরিচ, টনি ক্রুস সবাই আস্তে আস্তে ফিরছেন পুরোনো ছন্দে। ভিনিসিয়ুস জুনিয়র, আলভারো ওদ্রিওজোলার মতো নতুন তারকারা সোলারির অধীনেই নিজের প্রতিভার প্রকাশ ভালোভাবে করতে পারছেন। রিয়ালের ড্রেসিংরুমেও বইছে আনন্দের সুবাতাস। খেলোয়াড়েরাও চাচ্ছেন যাতে অন্তত চলমান মৌসুমের শেষ পর্যন্ত সোলারিকে দায়িত্ব দেওয়া হয়।
রিয়াল মাদ্রিদের রাইটব্যাক আলভারো ওদ্রিওজোলার কথাই ধরুন, নতুন কোচের প্রতি তাঁর মুগ্ধতার যেন শেষ নেই, ‘আমরা সোলারির জন্য মরতেও রাজি আছি। চার ম্যাচে ইতিমধ্যে চারটা জয় পেয়েছি, আস্তে আস্তে হারানো মনোবল ফেরত পাচ্ছি আমরা।’
ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর কণ্ঠেও একই সুর, ‘সোলারি যদি আমাদের ইতিবাচক ফলাফল এনে দিতে পারে, তাহলে কেন আমরা তাকে পূর্ণাঙ্গ কোচ হওয়ার সুযোগ দিতে পারি না?’