বড় হারের শঙ্কা নেপালের বিপক্ষেও?

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর রিকভারি সেশনে বাংলাদেশের মেয়েরা। ছবিঃ বাফুফে
ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর রিকভারি সেশনে বাংলাদেশের মেয়েরা। ছবিঃ বাফুফে
>

টোকিও অলিম্পিক বাছাইপর্বে আজ নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইতিমধ্যে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষেও বড় হারের শঙ্কাটা থাকছেই

শিরোনাম দেখে চমকে উঠতেই পারেন! যে মেয়েদের নামের পাশে এত দিন লেখা হয়েছে বড় বড় জয়ের গল্প, তাঁদের পাশেই কিনা আজ বড় প্রশ্নবোধক চিহ্ন? হারটা ধরে নিয়েই ব্যবধান নিয়ে জল্পনা? আসলে অলিম্পিক বাছাইপর্ব বাস্তবতাটা তুলে ধরেছে সবার সামনে। অনূর্ধ্ব ১৫-১৬ কিংবা বয়স ভিত্তিক পর্যায়ে বাংলাদেশের মেয়েরা ভালো করলেও একটু ওপরের দিকে উঠলেই বোঝা যায়, সামগ্রিকভাবে কতটা পিছিয়ে আছে তাঁরা।

গত মাসে তাজিকিস্তানে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্ব দিয়ে শুরু। সেখানে প্রথম দুই ম্যাচে ৯ গোল খেয়ে তাঁরা ছিটকে গেছেন বাছাইপর্ব থেকে। সেই মেয়েরাই মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে গিয়ে নাকাল। এবার অবশ্য জাতীয় দলের ব্যানারে। দলের সঙ্গে যুক্ত কেবল অধিনায়ক সাবিনা খাতুন। মিয়ানমারের বিপক্ষে ৫-০ গোলে হার দিয়ে শুরু। তবে ভারতের বিপক্ষে যখন ৭-১ গোলে হারের লজ্জা পেতে হয়, তখন প্রশ্নটা উঠতেই পারে। আজ নেপালের বিপক্ষে ম্যাচে মেয়েরা কী করবে, সেটা নিয়েও শঙ্কা! আজও যদি গোলের ব্যবধানটা বড় হয়ে যায়? বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ইয়াগুনের থুউন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

নেপাল যে আজ বাংলাদেশের মেয়েদের বড় প্রতিপক্ষ, কঠিন প্রতিপক্ষ, সেটির ইঙ্গিত তারা দিয়েই রেখেছে। যে মিয়ানমার ও ভারতের বিপক্ষে বাংলাদেশ উড়ে গেছে, সে দুটি দলের বিপক্ষেই লড়াই করে ড্র করেছে নেপাল। এখন বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে তাদের। ইতিহাসও বাংলাদেশের বিপক্ষে। মেয়েদের বয়সভিত্তিক পর্যায়ে নেপালকে একাধিকবার হারানোর রেকর্ড থাকলেও জাতীয় দলের খেলায় নেপালকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ।