আঙুল ভেঙে গেলেও খেলবেন মুশফিক!

আঙুলে চোট পাওয়ায় অনুশীলন অসমাপ্ত রেখেই ফিরতে হয় মুশফিককে। ছবি: প্রথম আলো
আঙুলে চোট পাওয়ায় অনুশীলন অসমাপ্ত রেখেই ফিরতে হয় মুশফিককে। ছবি: প্রথম আলো
>সকালে মিরপুর ইনডোরের নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। তবে তাঁকে নিয়ে আপাতত কোনো অনিশ্চয়তা নেই বলেই জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী

বাংলাদেশ এখন সুখী পরিবারের প্রতিচ্ছবি। যে সিরিজে, যে সংস্করণে খেলছে সেখানেই সাফল্য মিলছে। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু, মাঝে শুধু এশিয়া কাপের শিরোপাটাই জেতা হয়নি। বাকি চারটি সিরিজের তিনটিতেই জয়। বাকিটা ড্র। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ জিততে না পারলেও অন্তত হারবে না বাংলাদেশ। সাফল্যের ভেলায় ভাসতে থাকা দলে চোটাঘাত হানা না দিলেই হয়। এ ভাবনার মধ্যেই আজ মুশফিকুর রহিম পেলেন আঙুলে চোট।

সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে আঘাত পান মুশফিকুর রহিম। তীব্র ব্যথায় অনুশীলন অসমাপ্ত রেখেই চলে আসতে হয় বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যানকে। দ্রুত আঙুলের এক্স-রে করা হয়। বিকেলে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, মুশফিকের চোট নিয়ে আপাতত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ‘স্বাভাবিক এক্স-রে। কোনো চিড় পাওয়া যায়নি। আর কিছু আছে কি না, কাল বোঝা যাবে। আজ আর সে অনুশীলন করেনি, বিশ্রাম দেওয়া হয়েছে।’

এক টেস্ট আগেই ডাবল সেঞ্চুরি করা মুশফিক মানসিকভাবে কতটা শক্ত কিংবা খেলতে কতটা উন্মুখ সেটি দুপুরে বলে গেলেন দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে আসা মুমিনুল হক, ‘মুশফিক ভাইয়ের অবস্থা ভালো। আমার মনে হয় (আঙুল) ভালো আছে। যতটুকু জানি ভেঙে গেলেও তিনি খেলবেন! আঙুল ভাঙেনি। হয়তো ভালো আছে।’

মুশফিকের মানসিক দৃঢ়তা বোঝাতে মুমিনুল যে শুধু বলার জন্যই বলেছেন, তা নয়। এই কদিন আগে এশিয়া কাপে পাঁজরে ব্যথা নিয়ে বাংলাদেশ উইকেটকিপার ব্যাটসম্যান টানা খেলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে ব্যথানাশক ইনজেকশন নিয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন, ম্যাচটা বাংলাদেশ জিতেছে। মুশফিক এমনই লড়াকু, রক্তের শেষ বিন্দু দিয়ে তিনি লড়তে রাজি।