মাশরাফিদের পরীক্ষা নিলেন হোপ

ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহে বড় অবদান হোপের। ছবি: প্রথম আলো
ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহে বড় অবদান হোপের। ছবি: প্রথম আলো
>বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৩১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮১ রান করেছেন শাই হোপ, ৬৫ রানে অপরাজিত ছিলেন রোষ্টন চেজ। ২টি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন, মেহেদী হাসান রানা ও নাজমুল ইসলাম

বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৩১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৮৪। চোট কাটিয়ে মাঠে ফিরেই ফিফটি তুলে নিয়েছেন তামিম ইকবাল। সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ব্যাট করছিলেন এই ওপেনার।

এর আগে ব্যাটিংয়ে নেমে দুই ক্যারিবীয় ওপেনার কাইরন পাওয়েল ও শাই হোপ ১০১ রানের জুটি গড়েছিলেন। ৪৩ রানে নাজমুল ইসলামের বলে পাওয়েল ক্যাচ দিয়ে ফিরে গেলেও রানের চাকায় মরচে ধরেনি। ওয়ান ডাউনে আসা ড্যারেন ব্রাভোকে সঙ্গে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন শাই হোপ। মাঝপথে এলোমেলো হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ১৫৯ থেকে ১৭৬ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। সেখানে ঘুরে দাঁড়িয়ে দলকে বিশাল সংগ্রহ পাইয়ে দিয়েছেন ৫১ বলে ৬৫ রানে অপরাজিত থাকা রোস্টন চেজ। তাঁর ও ফাবিয়েন অ্যালেনের (৪৮) ঝড়ে শেষ ১০ ওভারে ৯৯ রান যোগ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম স্পেলে ৪ ওভারে ২০ রান দিয়ে বিশ্রামে চলে গিয়েছিলেন মাশরাফি। পরে আবার মাঠে ফিরে ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে নিয়েছেন মারলন স্যামুয়েলসের উইকেট। অর্থাৎ মোট ৮ ওভারে ৩৭ রান দিয়ে এক উইকেট নিয়েছেন মাশরাফি। ১০ ওভারে ৫৫ রানে ২ উইকেট নিয়েছেন রুবেল। নাজমুল ৬১ ও মেহেদী হাসান রানা ৬৫ রানে ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩৩১/৮ (কাইরন পাওয়েল ৪৩, হোপ ৮১, ব্রাভো ২৪, স্যামুয়েলস ৫, হেটমায়ার ৩৩, চেজ ৬৫*, অ্যালেন ৪৮, আমব্রিস ১০* ; রুবেল ২/৫৫, মাশরাফি ১/৩৭, মেহেদী ২/৬৫, শাহিন ০/১৮, সৌম্য ০/৭২, শামীম ১/১৬, নাজমুল ২/৬১)।