কীর্তিতে অনেক বড় ভারতের এই জয়

কোহলিদের অ্যাডিলেড জয় অনেক বড় এক কীর্তি। ছবি: এএফপি
কোহলিদের অ্যাডিলেড জয় অনেক বড় এক কীর্তি। ছবি: এএফপি
৩১ রান, খুব বড় তো নয়। স্কোরকার্ডে লেখা থাকবে, অ্যাডিলেডে ভারত অস্ট্রেলিয়াকে মাত্র ৩১ রানে হারিয়েছে। টেস্টে ভারত এর চেয়ে কম রানে জিতেছেই মাত্র দুবার। কিন্তু কীর্তিতে ভারতের এই জয় অনেক বড়। রেকর্ড সেটাই বলছে


* এ নিয়ে ভারত অস্ট্রেলিয়াতে মাত্র ছয়টি টেস্ট জিতল। ৭০ বছর ধরে অস্ট্রেলিয়া সফর করছে ভারত। এর মধ্যে ৩ জয় এসেছে গত ৩৫ বছরে। এর মধ্যে আজকেরটি ছাড়া আগের দুটি জয় ২০০৮ ও ২০০৩ সালে। ভারতের অস্ট্রেলিয়ার মাটিতে জয় এতটাই বিরল। গত ১৮ বছরে প্রথম কোনো সফরকারী দল অ্যাডিলেডে টেস্ট জিতল।

* এ নিয়ে ১২ বার অস্ট্রেলিয়া সফর করছে ভারত। এই প্রথম সিরিজের প্রথম টেস্ট জিতল। আগের ৯ বারই হেরেছে তারা, দুবার করেছে ড্র। এর আগে ভারত ইংল্যান্ড সফরেও সিরিজের প্রথম টেস্ট জিতেছে মাত্র একবার (১৯৮৬, লর্ডস), দক্ষিণ আফ্রিকায় একবার (২০০৬, জোহানেসবার্গ)।

* এ নিয়ে তিন মৌসুমের দুবারই ঘরের মাঠের গ্রীষ্ম মৌসুম অস্ট্রেলিয়া শুরু করল হার দিয়ে। অথচ ২০১৭ সালের আগে সর্বশেষ তারা ঘরের মাঠে গ্রীষ্ম মৌসুমের প্রথম টেস্টটা হেরেছিল ১৯৮৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

* বিরাট কোহলি প্রথম এশিয়ান অধিনায়ক যিনি ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় অন্তত একটি টেস্ট জিতলেন। তিনটি জয়ই এসেছে এ বছরে। ভারত এর আগে এক বছরে দেশের বাইরে তিনটি টেস্ট জিতেছিল ১৯৬৮ সালে। তিনটি জয়ই এসেছিল নিউজিল্যান্ড সফরে।

* এক টেস্টে সবচেয়ে ক্যাচ ধরার রেকর্ডে নাম লেখালেন ঋষভ পন্ত। ১১টি ক্যাচ ধরেছেন, যা উইকেটকিপারদের মধ্যে যৌথ সর্বোচ্চ (জ্যাক রাসেল ও এবি ডি ভিলিয়ার্সের এই কীর্তি আছে)।

* এই টেস্টে ৩৫টি ক্যাচ ধরা হয়েছে সর্বমোট। যেটি এক ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নতুন রেকর্ড।