অশালীন মন্তব্য করে বিতর্কে শাস্ত্রী

ভারতের কোচ রবি শাস্ত্রী। ছবি: টুইটার
ভারতের কোচ রবি শাস্ত্রী। ছবি: টুইটার
>অ্যাডিলেড টেস্ট জয়ের আনন্দে টিভি চ্যানেলে অশালীন মন্তব্য করেন শাস্ত্রী

টেস্ট ক্রিকেট কত রোমাঞ্চকর তা কাল বোঝা গেল অ্যাডিলেডে। শেষ দিনে নখ কামড়াতে হয়েছে দুই দলকেই। অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার বুক চিতিয়ে লড়াই করায় স্বাগতিকদের জয়ের সম্ভাবনাও ছিল। ভারত শেষ পর্যন্ত ৩১ রানে জিতলেও হারের শঙ্কায় ছিল। সব শঙ্কা দূর করে ম্যাচটা জিতিয়েছেন বোলাররা। তবে সেই আনন্দের মধ্যেই জন্ম নিল বিতর্ক। এই বিতর্কের জন্মদাতা খোদ রবি শাস্ত্রী, ভারতের কোচ।

কোহলিরা টেস্ট জয়ের ঠিক পর পরই সম্প্রচারক টিভি চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন শাস্ত্রী। সেখানে তিনি অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে শোরগোল পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাস্ত্রীকে সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, শেষ দিনের নাটকীয়তায় কেমন চাপে ছিলেন, কতটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন? ভারতের হেড কোচের জবাব, ‘কিছুক্ষণ আগে হিন্দিতে বলেছি, কোনোভাবেই ছাড়া (ম্যাচ) যাবে না। তবে কিছুক্ষণের জন্য তো...(ভাষায় প্রকাশের অযোগ্য)।’ এ সময় স্টুডিওতে উপস্থিত সুনীল গাভাস্কার শাস্ত্রীর এই মন্তব্য শুনে বলেন, ‘ওয়েল দ্যাটস অল রাইট।’ গাভাস্কারের কাছে শাস্ত্রীর কথার মানে জানতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। গাভাস্কার শুধু বলেছেন, ‘এটা পারিবারিক শো চলছে।’

শাস্ত্রীর মন্তব্য ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। টুইটারে এক ভারতীয় ক্রিকেটপ্রেমীর মন্তব্য, ‘রবি শাস্ত্রী ওখানে নিশ্চিতভাবেই মজার কিছু পান করছেন কিংবা ভালো কিছু টানছেন। তাঁকে হিংসা হচ্ছে।’ আরেকজনের মন্তব্য, ‘টিভি চ্যানেলে শাস্ত্রী এ কথা বলেছেন, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।’