বাংলাদেশের ব্যাটসম্যানদের আউট করেই কেন স্যালুট দেওয়া?

কটরেলের স্যালুট-উদ্‌যাপন। ছবি: প্রথম আলো
কটরেলের স্যালুট-উদ্‌যাপন। ছবি: প্রথম আলো
>উইকেট পেলেই কটরেল সামরিক বাহিনীর সদস্যদের মতো একটা স্যালুট দেন কটরেল! ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই উদ্‌যাপনের কারণ বললেন ক্যারিবীয় ফাস্ট বোলার

উদ্‌যাপনটা তাঁর নতুন নয়। যেখানেই খেলুন উইকেট পেলেই উদ্‌যাপনটা করবেনই। শেলডন কটরেল আজ বাংলাদেশের বিপক্ষে এই উদ্‌যাপনটা একটু বেশিই করার সুযোগ পেলেন। এত দুর্দান্ত বোলিং যে আগে কখনো করা হয়নি এ জ্যামাইকান ফাস্ট বোলার নিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারসেরা ৪ উইকেট।

উইকেট পেলেই কটরেল সামরিক বাহিনীর সদস্যদের মতো একটা স্যালুট দেন! সিলেটে আগুন ঝরানো বোলিংয়ে বাংলাদেশের একেকটা উইকেট তুলে নেওয়ার পর আজও তাঁকে এ উদ্‌যাপন করতে দেখা গেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই উদ্‌যাপনের কারণ বলতে গিয়ে কটরেল জানালেন, তিনি জ্যামাইকার সামরিক বাহিনীর সৈনিক। বাহিনীতে কর্মরত সহকর্মীদের প্রতি সম্মান জানাতেই তাঁর এই উদ্‌যাপন, ‘স্যালুটটা এসেছে আসলে...আমি জ্যামাইকান ডিফেন্স ফোর্সের সৈনিক। সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এটি একটা উপায়। জানি আমি একটা আন্তর্জাতিক দায়িত্ব পালন করছি। কাজেই কৃতজ্ঞতা প্রকাশের এটা একটা উপায়।’

কটরেল আজ বাংলাদেশের বিপক্ষে সফল হয়েছেন শর্ট বল আর গতিময় বোলিংয়ে। তামিম, সৌম্য, সাকিব তিনজনই ক্যারিবীয় ফাস্ট বোলারকে তাঁর শর্ট বলে উইকেট উপহার দিয়ে এসেছেন। কটরেল অবশ্য দাবি করলেন, শর্ট বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাবু করার পরিকল্পনা করে মাঠে নামেননি, ‘অবশ্যই না। আমাদের পরিকল্পনা ছিল আক্রমণাত্মক বোলিং, যেটা আমরা করি। ইয়র্কার, লেংথ, শর্ট যেটাই হোক, আক্রমণাত্মক বোলিং করতে হবে। যেটা কাজেও দিয়েছে।’

লম্বা এশিয়া সফর শেষে ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়েরা এখন ব্যাকুল দেশে ফিরতে। দেশে ফিরতে ফিরতে এসে যাবে বড়দিনের উৎসব। এই উৎসবটা যাতে মনভরে উদ্‌যাপন করতে পারেন, বাংলাদেশের বিপক্ষে তাই ক্যারিবীয়রা অন্তত জিততে চান টি-টোয়েন্টি সিরিজটা। কটরেল আশাবাদী তাঁরা সেটি পারবেন, ‘হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা পরের দুটি ম্যাচেও এই ছন্দ টেনে নিতে চাই। দলে এটাই আলোচনা হচ্ছে। আরও কিছু ম্যাচ জিততে চাই। এই ম্যাচটা পরের দুই ম্যাচের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম হয়ে থাকল।’

গত আগস্টে দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার বাংলাদেশের বিপক্ষে তার উল্টো হয় কি না, দেখার অপেক্ষা।