আইপিএলে 'বিক্রি' হলেন না মুশফিক

আইপিএল নিলামে অবিক্রীত থাকলেন মুশফিক। ছবি: প্রথম আলো
আইপিএল নিলামে অবিক্রীত থাকলেন মুশফিক। ছবি: প্রথম আলো
>আইপিএল নিলামে কোনো দল পাননি মুশফিক

আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজিতে ২০ জন বিদেশি খেলোয়াড়ের জায়গা ফাঁকা ছিল। জয়পুরে আজ নিলামে মুশফিকুর রহিমকে নেয়নি কোনো দলই। নাম ঘোষণার পর কোনো দল বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে কিনতে আগ্রহী হয়নি।

বাংলাদেশ থেকে এবার আইপিএলের নিলামে দুজন খেলোয়াড় অংশ নিয়েছেন—মুশফিক ও মাহমুদউল্লাহ। ইংলিশ ওপেনার স্যাম কারেনকে কিংস ইলেভেন ৭.২ কোটি রুপিতে কেনার পর লুক রনকির নাম উঠেছিল নিলামে। তাঁকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি। এরপরই ঘোষণা হয় মুশফিকের নাম। ক্যামেরাগুলো এ সময় আটটি ফ্র্যাঞ্চাইজি দলের প্রতিনিধিদের ওপর ধরা ছিল। মুশফিককে কিনতে কারও মুখে তেমন কোনো অভিব্যক্তি ছিল না।

এর আগে ২০১৬ আইপিএলের নিলামেও অংশ নিয়েছিলেন মুশফিক। সেবারও নিলামের প্রথম দিনে তাঁর নাম উঠেছিল। কিন্তু কোনো দলই বাংলাদেশের ‘মি. ডিপেন্ডেবল’কে কিনতে আগ্রহ দেখায়নি।