'শিক্ষাসফরে' থাকা উইন্ডিজের আতঙ্ক স্পিনই

বাংলাদেশ সফরে স্পিনে কেন যেন সুবিধা করতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ দল। । ছবি: এএফপি
বাংলাদেশ সফরে স্পিনে কেন যেন সুবিধা করতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ দল। । ছবি: এএফপি
>সংবাদমাধ্যমের সামনে হাজির হয়েছেন দুই দলের দুই স্পিন-গুরুই। কাল ছিলেন ওয়েস্ট ইন্ডিজের পরামর্শক মুশতাক আহমেদ। আজ বাংলাদেশের সুনীল যোশি।

২৪ ঘণ্টার মধ্যে দুই স্পিন কোচই এলেন সংবাদমাধ্যমের সামনে। কাল ম্যাচ শেষে কথা বলে গেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিন পরামর্শক মুশতাক আহমেদ। আজ এলেন বাংলাদেশ স্পিন কোচ সুনীশ যোশি। দুজনকে দিতে হলো দুই ধরনের প্রশ্নের উত্তর।

মুশতাককে ব্যাখ্যা দিতে হলো, কেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা পুরোটা সফরজুড়ে বাংলাদেশের স্পিন খেলার উপায় বের করতে পারলেন না, কেনই বা তাঁরা বাংলাদেশের স্পিনজালে আটকে পড়ে নিয়মিত হাঁসফাঁস করেছেন। ঠিক বিপরীত বিন্দুতে দাঁড়ানো যোশি গর্ব নিয়ে ব্যাখ্যা করলেন, নিজেদের কন্ডিশন কাজে লাগিয়ে কীভাবে বাংলাদেশের স্পিনাররা দুর্দান্ত খেলছেন।

পুরো টেস্ট সিরিজে বাংলাদেশের স্পিনাররা ভুগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। ২ টেস্টের সিরিজে ক্যারিবীয়দের ৪০ উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। ওয়ানডে সিরিজেও বাংলাদেশের স্পিন আক্রমণ থেকে নিস্তার নেই উইন্ডিজের। সিলেটে সিরাজনির্ধারণী ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে মিরাজ অনেকটা একাই আটকে ফেললেন ওয়েস্ট ইন্ডিজকে। কাল টি-টোয়েন্টিতেও একই দৃশ্য, তবে এবার মিরাজ নন, ক্যারিবীয়দের বিপদেই ফেলেছেন সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজের প্রায় দেড় মাসের বাংলাদেশ সফর শেষ দিকে। ওয়েস্ট ইন্ডিজের নতুন স্পিন কোচ মুশতাক বলছেন, তাঁর ছাত্ররা এখনো শেখার মধ্যে আছেন, ‘(ব্যাটসম্যানদের স্পিনে দুর্বলতা নিয়ে) আমি হতাশ নই। জানি তারা এখনো শিখছে। স্পিনারদের বিপক্ষে কীভাবে ভালো খেলতে হয়, সেটা শেখার মধ্যে আছে তারা। ছক্কা কিংবা ব্লক করতে হবে, এমন নয়। ভালো স্পিনের বিপক্ষে আপনাকে এক-দুই রান নেওয়াও শিখতে হবে। কিছু শট খেলতে জানতে হবে। এশিয়ান পিচে সুইপ একটা ভালো শট। যখন সুইপ খেলবেন, আপনার একটা অপশন বেড়ে গেল। এই ছেলেরা এখনো শেখার মধ্যে আছে। নেটে অনুশীলন করছে। তারা কঠোর পরিশ্রম করছে, আশা করি তারা দ্রুত শিখে যাবে।’

ওয়েস্ট ইন্ডিজ যখন শিক্ষাসফরে আছে, বাংলাদেশ স্পিন কোচ যোশি তখন গর্ব করছে তাঁর স্পিনারদের নিয়ে, ‘অনেক স্পিনার বেরিয়ে আসছে এটা দেখাটা দারুণ ব্যাপার। বিশেষ করে বাংলাদেশ সব সময়ই ভালো স্পিনার তৈরি করে, তাই না? নাঈম হাসানের কথাই ধরুন, অসাধারণ এক প্রতিভা, যাকে আমরা টেস্টে দেখেছি। আশা করি আরও স্পিনার উঠে আসবে। কেন আসবে না বলুন? যদি আশির দশকে ওয়েস্ট ইন্ডিজ দলটার দিকে তাকান, তারা সব ফাস্ট বোলার নিয়ে খেলেছে। কোনো স্পিনার তাদের ছিল না। এখন আমাদের সময় স্পিনারদের নিয়ে খেলা। দিন শেষে আমাদের তো ম্যাচ জিততে হবে।’