দেশপ্রেমের স্বীকৃতি চায় স্বাধীন বাংলা ফুটবল দল

বাফুফের সংবর্ধনায় স্বাধীন বাংলা ফুটবল দলের বেশ কয়েকজন সদস্য। ছবি: বাফুফে
বাফুফের সংবর্ধনায় স্বাধীন বাংলা ফুটবল দলের বেশ কয়েকজন সদস্য। ছবি: বাফুফে

স্বাধীনতা যুদ্ধে তাঁরাও যুদ্ধ করেছেন। ফুটবল মাঠে বলের কারিকুরিতে বহির্বিশ্বের কাছে জানিয়েছেন বাংলাদেশের মুক্তিসংগ্রামের কথা। দেশের প্রতি তাঁদের এ ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতি পেতে চান স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। কাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক সংবর্ধনায় আবারও নিজেদের সে দাবি জানালেন।

স্বাধীন বাংলা ফুটবল দলকে ২০০৯ সালে বেশ জমকালো সংবর্ধনা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৯ বছর পর গতকাল হঠাৎ করে আবার সংবর্ধনা দিয়েছে বাফুফে। স্বাধীন বাংলা ফুটবল দলের ৩৬ সদস্যের অনেকেই মারা গেছেন। বাফুফে ভবনে আয়োজিত অনুষ্ঠানে ফুটবল, সংগঠকসহ ১০-১২ জন ছিলেন। এসেছিলেন দলটির ম্যানেজার তানভীর মাজহার তান্না, সাইদুর রহমান প্যাটেল, কাজী সালাউদ্দিন, বীরেন দাস বীরু, তসলিম উদ্দিন, সুবাস চন্দ্র সাহা, শেখ আবদুল হাকিম প্রমুখ। তবে আসেননি স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু বা সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরাসহ কয়েকজন। এসেও চলে যান দলটির অন্যতম সদস্য শেখ আশরাফ আলী।

অনুষ্ঠানে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের একটি ব্লেজার ও কিছু হাতখরচ দিয়েছে স্পনসর তমা গ্রুপ। অনুষ্ঠানে তানভীর মাজহার তান্না আবারও স্বাধীন বাংলা দলকে স্বীকৃতি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। তাঁর কথা, ‘এত দিন হয়ে গেল এখনো স্বীকৃতি পেলাম না। আমরা টাকা চাই না। আমরা স্বীকৃতি চাই। বাংলাদেশ বেতার যদি স্বীকৃতি পায়, তাহলে স্বাধীন বাংলা দল কেন পাবে না? সরকারের কাছে আবেদন, এই দলের অনেকেই চলে যাচ্ছেন। বেঁচে থাকা অনেকেই ভালো নেই। তাঁদের জন্য কিছু করা জরুরি।’