বিপিএলে কার হাতে কেমন অস্ত্র?

বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি, আর সফলতম দলের অধিনায়ক সাকিব, এবার কি অন্য কেউ পারবেন এ দুজনের রাজত্ব ভাঙতে? প্রথম আলো ফাইল ছবি
বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি, আর সফলতম দলের অধিনায়ক সাকিব, এবার কি অন্য কেউ পারবেন এ দুজনের রাজত্ব ভাঙতে? প্রথম আলো ফাইল ছবি

বিপিএল মানেই ঢাকার রাজত্ব। বর্তমানে ডায়নামাইটস নামে খেলা এ ফ্র্যাঞ্চাইজি বিপিএলের শিরোপা জিতেছে তিনবার। গতবার হয়েছে রানার্সআপ। আর যেবার সেরা দুইয়ে থাকতে পারেনি, সেবারও প্লে অফ খেলেছে এ দলটি। ব্যক্তিগতভাবে মাশরাফি বিন মুর্তজা অবশ্য আরও সফল। তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে চারবার চ্যাম্পিয়ন হয়েছেন মাশরাফি। তাই বিপিএলে সাফল্য পেতে চাইলে দুটি বিষয় নিশ্চিত করা ভালো—হয় দলের নামের সঙ্গে ঢাকা শব্দটা জুড়ে দিতে হবে, অথবা দলে থাকতে হবে একজন মাশরাফি!

ভাগ্যিস, এভাবে ভাবছে না বিপিএলের বাকি ফ্র্যাঞ্চাইজি গুলি। ষষ্ঠ বিপিএল জয়ের জন্য সবাই দল গড়েছেন নিজেদের পছন্দ অনুযায়ী। এবারের বিপিএলে মহাতারকার সংখ্যাও তাই বেড়েছে। ক্রিস গেইল তো প্রথম বছর থেকেই বিপিএলের সঙ্গী। এ বছর এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড ওয়ার্নার থাকছেন বিপিএলে। ষ্টিভেন স্মিথকে নিয়ে প্রথমে কিছুটা শঙ্কা থাকলেও বিপিএলের বৃহত্তর স্বার্থে তাঁর বিলম্বিত অন্তর্ভুক্তিও মেনে নেওয়া হয়েছে। যাদের এমন মহা তারকা নেই তারা দেশি তারকা ও বিদেশি কার্যকর খেলোয়াড় নিয়ে নামছে শিরোপার লড়াইয়ে। চলুন দেখে নেওয়া যাক এবারের বিপিএলে কোন দল কেমন হলো—

রংপুর রাইডার্স:

* বর্তমান চ্যাম্পিয়ন, পঞ্চমবারের মতো অংশ নিচ্ছে
* অধিনায়ক: মাশরাফি
* দলের শক্তিশালী দিক: টপ অর্ডার ও পেস বোলিং

ব্যাটসম্যান: ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, মেহেদী মারুফ, মোহাম্মদ মিঠুন, রাইলি রুশো, নাদিফ চৌধুরী, ফারদীন হাসান।
পেসার: মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান, শেলডন কটরেল, শফিউল ইসলাম, ওশান থমাস।
স্পিনার: নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী।
অলরাউন্ডার: রবি বোপারা, ফরহাদ রেজা, বেনি হাওয়েল, শন উইলিয়ামস।

ঢাকা ডায়নামাইটস:

* বর্তমান রানার্সআপ, তিনবারের চ্যাম্পিয়ন, ষষ্ঠবারের মতো অংশ নিচ্ছে
* অধিনায়ক: সাকিব
* দলের শক্তিশালী দিক: অলরাউন্ডার

ব্যাটসম্যান: ইয়ান বেল, হজরতউল্লাহ জাজাই, মিজানুর রহমান, মোহাম্মদ নাইম, নুরুল হাসান সোহান, রনি তালুকদার।
পেসার: অ্যান্ড্রু বার্চ, মোহর শেখ, রুবেল হোসেন, কাজী অনিক, শাহাদাত হোসেন।
স্পিনার: আসিফ হাসান, সুনীল নারাইন।
অলরাউন্ডার: সাকিব আল হাসান, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শুভাগত হোম।

কুমিল্লা ভিক্টোরিয়ানস:

* একবার চ্যাম্পিয়ন, চতুর্থবারের মতো অংশ নিচ্ছে
* অধিনায়ক: তামিম
* দলের শক্তিশালী দিক: টপ অর্ডার ও অলরাউন্ডার

ব্যাটসম্যান: স্টিভ স্মিথ, তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস,এভিন লুইস, মেহেদি হাসান, শামসুর রহমান।
পেসার: আবু হায়দার, মোহাম্মদ শহীদ, ওয়াকার সালামখিল।
স্পিনার: লিয়াম ডসন, মোশাররফ হোসেন, সনজিত সাহা।
অলরাউন্ডার: শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, আমির ইয়ামিন, মোহাম্মদ সাইফউদ্দীন, থিসারা পেরেরা, জিয়াউর রহমান।

খুলনা টাইটানস:

* সেরা সাফল্য: প্লে অফ (তিনবার), পঞ্চমবারের মতো অংশ নিচ্ছে
* অধিনায়ক: মাহমুদউল্লাহ
* দলের শক্তিশালী দিক: বোলিং

ব্যাটসম্যান: আল আমিন, জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিক, ডেভিড মালান, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম, পল স্টারলিং, ব্রেন্ডন টেলর।
পেসার: আলী খান, লাসিথ মালিঙ্গা, শরিফুল ইসলাম, সুবাশিষ রায়।
স্পিনার: তাইজুল ইসলাম, ইয়াসির শাহ, তানভীর ইসলাম, জহীর খান।
অলরাউন্ডার: মাহমুদউল্লাহ, কার্লোস ব্রাফেট, আরিফুল হক, ডেভিড ভিসে।

সিলেট সিক্সারস:

* সেরা সাফল্য: প্লে অফ, পঞ্চমবারের মতো অংশ নিচ্ছে
* অধিনায়ক: ওয়ার্নার
* দলের শক্তিশালী দিক: টপ অর্ডার ও পেস বোলিং

ব্যাটসম্যান: ডেভিড ওয়ার্নার, লিটন দাস, আফিফ হোসেন, আন্দ্রে ফ্লেচার, জাকের আলী, সাব্বির রহমান, নিকোলাস পুরান, তৌহিদ হৃদয়।
পেসার: আল আমিন হোসেন, প্যাট ব্রাউন, এবাদত হোসেন, গুলবাদিন নাইব, মেহেদী হাসান রানা, মোহাম্মদ ইরফান, সোহেল তানভীর, তাসকিন আহমেদ।
স্পিনার: ফ্যাবিয়ান অ্যালেন, ইমরান তাহির, সন্দীপ লামিচানে, নাবিল সামাদ।
অলরাউন্ডার: অলক কাপালি, মোহাম্মদ নওয়াজ, নাসির হোসেন।

রাজশাহী কিংস:

* সেরা সাফল্য: রানার্সআপ, পঞ্চমবারের মতো অংশ নিচ্ছে
* অধিনায়ক: মিরাজ
* দলের শক্তিশালী দিক: টপ অর্ডার

ব্যাটসম্যান: সৌম্য সরকার, লরি ইভানস, ক্রিস্টিয়ান ইয়ংকার, ফজলে মাহমুদ, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, জাকির হাসান।
পেসার: কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইসুরু উদানা।
স্পিনার: আরাফাত সানী, কায়েস আহমেদ।
অলরাউন্ডার: আলাউদ্দীন বাবু, মেহেদী হাসান মিরাজ, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ হাফিজ, রায়ান টেস ডেসকাট।

চিটাগং ভাইকিংস:

* সেরা সাফল্য: রানার্সআপ, ষষ্ঠবারের মতো অংশ নিচ্ছে
* অধিনায়ক: মুশফিক
* দলের শক্তিশালী দিক: টপ অর্ডার ও অলরাউন্ডার

ব্যাটসম্যান: মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শেহজাদ, নজীবুল্লাহ জাদরান, লুক রনকি, মোসাদ্দেক হোসেন, সাদমান ইসলাম, ইয়াসির আলী।
পেসার: আবু জায়েদ রাহী, রবিউল হক, খালেদ আহমেদ।
স্পিনার: নিহাদুজ্জামান, নাঈম হাসান, সানজামুল ইসলাম।
অলরাউন্ডার: ক্যামেরন ডেলপোর্ট, রবি ফ্রাইলিঙ্ক, সিকান্দার রাজা, দাসুন শানাকা।