২০১৯ সালে যেসব রেকর্ড ডাকছে মেসিকে

এ বছর অনেক রেকর্ড ডাকছে মেসিকে। ফাইল ছবি
এ বছর অনেক রেকর্ড ডাকছে মেসিকে। ফাইল ছবি

এ মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জেতার চ্যালেঞ্জ নিয়েছেন লিওনেল মেসি। টানা তিন বছর চ্যাম্পিয়নস রিয়াল মাদ্রিদকে জিততে দেখার পর ইউরোপিয়ান সেরার ট্রফিটা খুব করেই চাচ্ছেন বার্সেলোনা তারকা। সে সঙ্গে ঘরোয়া দাপটও ধরে রাখতে চাইছেন। সেটা করতে পারলে দলীয় অর্জন তো হবেই। সে সঙ্গে ব্যক্তিগত সব মাইলফলকও ছোঁয়া হবে তাঁর।

গিগসের ট্রফি রেকর্ড

বার্সেলোনার জার্সিতে ৩৩টি ট্রফি জিতেছেন লিওনেল মেসি। নিঃসন্দেহে অসাধারণ এক অর্জন। কিন্তু এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ড এখনো গড়া হয়নি তাঁর। ৩৬টি শিরোপা জিতে সে রেকর্ড রায়ান গিগসের। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রেড ডেভিলদের হয়ে প্রায় দুই দশকে অর্জন করেছেন তিন ডজন শিরোপা। মেসি এ মৌসুমেই গিগসকে ছুঁতে চাইলে আরেকটি ট্রেবল জিততে হবে বার্সাকে। গত মৌসুমে লা লিগা ও কোপা দেল রে জিতেছে বার্সেলোনা। কিন্তু তিন মৌসুম ধরে চ্যাম্পিয়নস লিগ ছোঁয়া হচ্ছে না তাদের। এ মৌসুমে তাই এমনিতেই এ ট্রফিতে বাড়তি নজর দিচ্ছেন মেসিরা।

ইনিয়েস্তার মাঠে নামার রেকর্ড

বার্সেলোনার জার্সিতে ৬৫৭টি ম্যাচ খেলে ফেলেছেন মেসি। কাতালান জার্সিতে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাত্র দুজন। দুই প্রিয় সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি হার্নান্দেজই শুধু এগিয়ে। এ বছরই জাপানে পাড়ি জমানো ইনিয়েস্তা বার্সেলোনা ক্যারিয়ারে ৬৭৪টি ম্যাচ খেলেছেন। আর মাত্র ১৮টি ম্যাচ খেললেই তাঁকে ছাড়িয়ে যাবেন মেসি। এ মৌসুমেই তাই বার্সেলোনার দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড হয়ে যাবে মেসির। শীর্ষে থাকা জাভি অবশ্য এখনো নাগালের বাইরে (৭৬৭)। বার্সেলোনাতেই পুরো ক্যারিয়ার কাটানোর ইচ্ছা আছে মেসির। অন্তত কাতালান ক্লাবের কর্মকর্তারা তেমনটাই আশা করেন। সেটা হলে রেকর্ডটা মেসিরই হবে একদিন।

লা লিগায় সবচেয়ে বেশি জয়

চার বছর হলো রিয়াল মাদ্রিদ ছেড়ে পোর্তোতে গেছেন ইকার ক্যাসিয়াস। কিন্তু সবচেয়ে বেশি লা লিগা ম্যাচ জয়ের রেকর্ড এখনো দখলে আছে তাঁর। রিয়াল কিংবদন্তি ৩৩৪ ম্যাচ শেষ করেছেন জয়ের আনন্দ নিয়ে। আর ১২টি ম্যাচ জিতলেই মেসি তাঁকে টপকে জেতে পারবেন। বার্সেলোনা এ বছর লা লিগা জিতলে এ রেকর্ডটাও তাই হয়ে যাবে মেসির।

সোনার জুতা

গত দুই বছর ধরেই লা লিগার পিচিচি ট্রফি বিজয়ী মেসি। স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের পোশাকি নাম এটি। ইউরোপিয়ান সোনালি জুতাও জিতেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। এবারও সে কীর্তি গড়তে পারলে হ্যাটট্রিক হয়ে যাবে তাঁর। এখনো পর্যন্ত কেউ ইউরোপের সোনার জুতা জেতার হ্যাটট্রিক গড়তে পারেননি। লা লিগায় অবশ্য এ কীর্তি গড়েছেন আরও চারজন—তেলমো জারা, আলফ্রেডো ডি স্টেফানো, কুইনি, হুগো সানচেজ। লা লিগায় পিচিচি জেতার জারার রেকর্ডও (৬) ছুঁয়ে ফেলবেন মেসি।

হ্যাটট্রিকের ফিফটি

ক্যারিয়ারে ৪৯টি হ্যাটট্রিক করা মেসি এখন আছেন অনন্য এক অর্জনের অপেক্ষায়। মাত্র এক ম্যাচেই তিনটি গোল করলেই হয়ে যাবে হ্যাটট্রিকের ফিফটি।