দোষটা মাহমুদউল্লাহরই!

ক্যারিয়ারে এমন সময় খুব একটা আসেনি মাহমুদউল্লাহর। ছবি: প্রথম আলো
ক্যারিয়ারে এমন সময় খুব একটা আসেনি মাহমুদউল্লাহর। ছবি: প্রথম আলো

এবারের বিপিএল মাহমুদউল্লাহর জন্য অসম্ভব হতাশার। খুলনা টাইটানসের নেতৃত্ব দিয়েই সে হতাশা। কোনো খেলোয়াড়ই হারতে চান না। কিন্তু মাহমুদউল্লাহর মতো একজন চ্যাম্পিয়ন ক্রিকেটারকে এবারের বিপিএলে এখন পর্যন্ত সাতবার হারের হতাশার মধ্য দিয়ে যেতে হয়েছে। ৮ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে খুলনা টাইটানস পড়ে আছে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের মুখ দেখার সম্ভাবনা উঁকি দিয়েই মিলিয়ে গেছে। ম্যাচ শেষে মাহমুদউল্লাহর বিধ্বস্ত কণ্ঠ, 'আমার ক্যারিয়ারে যত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছি, এমন পরিস্থিতির মধ্য দিয়ে কখনোই যাইনি।'

এমন পরিস্থিতিতে যে মাহমুদউল্লাহ পড়বেন, সেটি ভাবার কোনো কারণই ছিল না। কাগজে-কলমে খুলনা টাইটানস কিন্তু বেশ ভালো দলই ছিল। কেন যে এমন ফল আসছে, কিছুতেই ভেবে পাচ্ছেন না মাহমুদউল্লাহ। তবে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, 'যত বছর ধরে বিপিএল খেলছি, এত বড় তারকাদের নিয়ে তৈরি দল নিয়ে আগে খেলিনি। সব সময়ই গড়পড়তা দল নিয়ে খেলি। আমাদের দলে এবার দেশি-বিদেশি মিলিয়ে দারুণ কিছু খেলোয়াড় ছিল। কিন্তু দুর্ভাগ্য, সব বিভাগ একসঙ্গে জ্বলে ওঠেনি। ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হয়নি, বোলিং ভালো হলে ব্যাটিং ভালো হয়নি। এই কারণেই আমরা ফল পাইনি।'

আজকের ম্যাচটিই যেমন। রংপুর রাইডার্সকে ১৮১ রানের লক্ষ্য দিয়েও সুবিধা করতে পারল না খুলনা! মাহমুদউল্লাহ বিশ্বাস করেন, দলটির শেষ চারে খেলার সামর্থ্য ছিল। সেটি যখন হচ্ছে না, তখন সব দায় নিজেই নিতে চান, 'এই সময় অনেকেই অনেক কথা বলবে এটাই স্বাভাবিক। আমাদের শেষ চারে ওঠার সামর্থ্য ছিল এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। হয়তো আমি নেতৃত্বটা ঠিকমতো দিতে পারিনি। টিম ম্যানেজমেন্ট বা ফ্র্যাঞ্চাইজি যতটা আশা করেছে, আমি দিতে পারিনি। দোষটা মূলত আমারই।'