শচীন-শেবাগকে টপকে গেলেন রোহিত-ধাওয়ান

ওপেনিংয়ে আজও শতরানের জুটি গড়েছেন রোহিত-ধাওয়ান। ছবি: এএফপি
ওপেনিংয়ে আজও শতরানের জুটি গড়েছেন রোহিত-ধাওয়ান। ছবি: এএফপি
>

মাউন্ট মঙ্গানুইতে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৩২৪ রান তুলেছে ভারত

শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ—ভারতের এক সময়ের অসাধারণ ওপেনিং জুটি। ওয়ানডেতে দুই কিংবদন্তির এই জায়গায় এখন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। গত কয়েক বছর ধরেই ওপেনিংয়ে ভারতকে দুর্দান্ত সূচনা এনে দিচ্ছেন রোহিত ও ধাওয়ান। এই পথে আজ তাঁরা টপকে গেলেন টেন্ডুলকার-শেবাগ জুটির একটি কীর্তিকে।

মাউন্ট মঙ্গানুইতে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করেছে ভারত। ওপেনিং জুটিতেই ১৫৪ রান তোলেন রোহিত ও ধাওয়ান। এর মধ্য দিয়ে তাঁরা পেছনে ফেললেন টেন্ডুলকার-শেবাগের শতরানের জুটির কীর্তিকে। ওয়ানডেতে ১৩বার শতরানের জুটি গড়েছেন সাবেক দুই কিংবদন্তি। রোহিত-ধাওয়ান আজ তুলে নিয়েছেন নিজেদের ১৪তম শতরানের জুটি। দুজনের গড়ে দেওয়া ভিতে ভর করে ৪ উইকেটে ৩২৪ রান তুলেছে ভারত।

রোহিত ফিরেছেন সেঞ্চুরির সুবাস নিয়ে। ৮৭ রান করে আউট হন তিনি। ৬৬ রান করেন ধাওয়ান। এরপর বাকি তিন ব্যাটসম্যানের স্কোর যথাক্রমে—কোহলি (৪৩), অম্বতি রাইড়ু (৪৭) ও মহেন্দ্র সিং ধোনি (৪৮*)। ভারতের ওয়ানডে ইতিহাসে এই প্রথম টপ অর্ডারের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান চল্লিশোর্ধ্ব রান পেলেন। ওয়ানডে ইতিহাসেই এমন ঘটনা ঘটেছে মাত্র ১০বার।