১৯ অক্টোবর শুরু বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০২০ বিশ্বকাপে প্রাথমিক পর্বে খেলবে বাংলাদেশ। প্রথম আলো ফাইল ছবি
২০২০ বিশ্বকাপে প্রাথমিক পর্বে খেলবে বাংলাদেশ। প্রথম আলো ফাইল ছবি

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি সুপার ১২ খেলতে হলে ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে হতো বাংলাদেশকে। বাংলাদেশ পারেনি সেটা করতে। সুপার ১২ খেলতে হলে বাংলাদেশকে এখন প্রাথমিক পর্বটা পেরিয়ে আসতে হবে। ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সে ধাপ পার হতে হয়েছিল। তবে আগের দুবার লক্ষ্যটা ছিল সুপার টেনে থাকার। সেরা ১২তে থাকার প্রতিযোগিতায় নামবে বলে বাংলাদেশের বিশ্বকাপটাও শুরু হবে একটু আগে।

২০২০ সালের ২৪ অক্টোবর শুরু হবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২। আর বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ১৯ অক্টোবর। প্রাথমিক পর্বে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। বাছাইপর্ব পার হয়ে আসা তিন দলের সঙ্গে খেলে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। ‘এ’ গ্রুপে একই কাজ করতে হবে শ্রীলঙ্কাকে। প্রাথমিক পর্বে বাংলাদেশের সব ম্যাচই হবে তাসমানিয়ার বেলেরিভ ওভালে।

২০২০ সালের ১৯ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টায় হবে বাংলাদেশের প্রথম ম্যাচ। ২১ অক্টোবর সন্ধ্যা ৭টায় হবে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। আর প্রাথমিক পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ হবে ২৩ অক্টোবর, সন্ধ্যা সাতটায়। প্রাথমিক পর্বে স্বাভাবিক ফলটা যদি বের করে আনতে পারে বাংলাদেশ, অর্থাৎ গ্রুপের সেরা হয়ে সুপার ১২ উঠে আসে সে ক্ষেত্রে বাংলাদেশ খেলবে দ্বিতীয় গ্রুপে। সে গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল। সে ক্ষেত্রে বাংলাদেশের সুপার ১২ শুরু হবে ২৬ অক্টোবর। ইংল্যান্ডের বিপক্ষে পার্থের গতিময় উইকেটে বড় পরীক্ষার মুখেই পড়বে বাংলাদেশ।