শীর্ষে ওঠার ম্যাচে ব্যাটিংয়ে চিটাগং

টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে ভাইকিংস। সংগৃহীত ছবি
টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে ভাইকিংস। সংগৃহীত ছবি

বিপিএলে সবার শীর্ষে আছে রংপুর রাইডার্স। তবে শীর্ষস্থান তারা হারাতে যাচ্ছে আজ। চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচে আজ যেই জিতবে, শীর্ষস্থানটা তাদের হয়ে যাবে। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। বৃষ্টির কারণে টস হতে দেরি হওয়ায় খেলাও একটু পিছিয়েছে। বেলা ১ টা ৪০ মিনিটে শুরু হয়েছে ম্যাচ।

ম্যাচ শুরু হতেই অবশ্য শুরু হয়েছে বৃষ্টি। ১ ওভারে বিনা উইকেটে ২ রান তুলে আবার মাঠ ছেড়েছে চিটাগং। বৃষ্টি বিরতির পর বেলা ২ টা ২০ মিনিটে খেলা আবার শুরু হয়েছে। তবে নির্ধারিত ২০ ওভার থেকে ১ ওভার কমিয়ে আনা হয়েছে ম্যাচের। ১৯ ওভারের ম্যাচে বৃষ্টি বিরতি চিটাগংকে ভালো একটা ধাক্কাই দিয়েছে। ফেরার তৃতীয় বলেই সাইফউদ্দীনের বলে শূন্যরানে ফিরেছেন শাদমান ইসলাম। দুই বল পরই ফিরেছেন ইয়াসির আলী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে চট্টগ্রামের সংগ্রহ ২ উইকেটে ৩ রান।     

বৃষ্টির কারণে এক ওভার শেষেই মাঠ ছেড়েছিল দুই দল। ছবি: প্রথম আলো
বৃষ্টির কারণে এক ওভার শেষেই মাঠ ছেড়েছিল দুই দল। ছবি: প্রথম আলো

দুই একাদশ

চিটাগং ভাইকিংস: মোহাম্মদ শেহজাদ, শাদমান ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, নাঈম হাসান, আবু জায়েদ, খালেদ আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ানস: তামিম ইকবাল, এভিন লুইস, এনামুল হক, ইমরুল কায়েস, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, সামসুর রহমান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদী হাসান, আবু হায়দার।