যার প্রতিভা দেখে কোহলি নিজেই অবাক

>
শুভমন গিলকে দারুণ প্রতিভাধর বলে উল্লেখ করেছেন কোহলি। ছবি: এএফপি
শুভমন গিলকে দারুণ প্রতিভাধর বলে উল্লেখ করেছেন কোহলি। ছবি: এএফপি
শুভমন গিলের প্রতিভা দেখে রীতিমতো মুগ্ধ বিরাট কোহলি।

প্রতিভা ও পরিশ্রমের সমন্বয়ে বর্তমান বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক যদি কোনো তরুণ খেলোয়াড়কে অমিতপ্রতিভাধর বলে উল্লেখ করেন, তা হলে তো সে তরুণের ভবিষ্যৎ নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। ভারতের উদীয়মান তারকা ব্যাটসম্যান শুভমন গিল সেই ভাগ্যবান।

তরুণ ভারতীয় ব্যাটসম্যান গিলকে নিউজিল্যান্ডের নেটে ব্যাট করতে দেখে রীতিমতো মুগ্ধ ভারতীয় অধিনায়ক। নিজের সঙ্গে তুলনা করে গিলকে যে সার্টিফিকেট দিয়েছেন কোহলি, সেটা একজন উঠতি ক্রিকেটারের জন্য স্ট্যান্ড (জিপিএ-ফাইভ পূর্ববর্তী যুগের সর্বোচ্চ খেতাব) করার নম্বরপত্রের মতো মূল্যবান। বয়সের বিচারে নিজের থেকে এগিয়ে রেখেছেন গিলকে, ‘আমার বয়স যখন ১৯ বছর ছিল, তখন আমি শুভমনের প্রতিভার ১০ শতাংশও ছিলাম না।’


বিশ্ব ক্রিকেটে একটি প্রচলিত কথা আছে, ভারতে কখনো প্রতিভার অভাব পড়ে না। বিশেষ করে ব্যাটসম্যান। কারণ, তৃণমূল পর্যায়ে প্রচুর খেলার সুযোগ রয়েছে ভারতে। যার দরুন বয়সভিত্তিক দলগুলোও হয় শক্তিশালী। ভারতীয় ক্রিকেটে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের প্রশংসা করে কোহলি বলেন, ‘নতুন প্রতিভা উঠে আসছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছে পৃথ্বী। শুভমনও সে রকমই এক প্রতিভা।’

অনেকের মতে, গিলের খেলা অনেকটাই কোহলির মতো। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ৪১৮ রান করে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি।