শেষ চারে জায়গা 'বায়না' দিয়ে রেখেছে ঢাকা-চট্টগ্রাম

আজ টসে মুদ্রা নিক্ষেপ করছেন চিটাগং অধিনায়ক মুশফিক। তাকিয়ে দেখছেন ঢাকার অধিনায়ক সাকিব। শেষ চারে ওঠার সুযোগ রয়েছে দুই দলেরই। ছবি: শামসুল হক
আজ টসে মুদ্রা নিক্ষেপ করছেন চিটাগং অধিনায়ক মুশফিক। তাকিয়ে দেখছেন ঢাকার অধিনায়ক সাকিব। শেষ চারে ওঠার সুযোগ রয়েছে দুই দলেরই। ছবি: শামসুল হক
>বিপিএলে শেষ চার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। শেষ চারে উঠবে আর কোন দুটি দল?

শেষ চারে জায়গা তো চারটি। এরই মধ্যে দুটি জায়গা পূরণ হয়েছে। রইল বাকি দুই, সেখানে আবার কোন দুই (দল)? অবশ্য দুটি দল কিন্তু এরই মধ্যে জায়গা ‘বায়না’ দিয়ে রেখেছে!

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে গ্রুপপর্বের শেষ ভাগ সব সময়ই বেশ উত্তেজনার। কে যাচ্ছে, কে ছিটকে পড়ছে—এই সমীকরণে ভরপুর। কাল কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স অবশ্য তাঁদের সমীকরণ মিলিয়ে ফেলেছে। নিজ নিজ ম্যাচ জিতে উঠে গেছে বিপিএলের শেষ চারে। শেষ চারের এই মঞ্চে অন্তত তৃতীয় ও চতুর্থস্থান নিশ্চিত দুটি দলের। যদিও রংপুরের হাতে রয়েছে এক ম্যাচ আর কুমিল্লার দুই ম্যাচ বাকি। প্রশ্ন হলো, শেষ চারে বাকি দুটি জায়গার দখল নেবে কোন দুটি দল?

১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর। তাঁদের সমান পয়েন্ট নিয়ে দুই থাকা কুমিল্লা খেলেছে ১০ ম্যাচ। টেবিলের শীর্ষ চারে বাকি দুই দল চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চিটাগং তিনে। চতুর্থ ঢাকার সংগ্রহ ১০ পয়েন্ট, তবে দলটির হাতে এখনো তিন ম্যাচ থাকায় পাঁচে থাকা রাজশাহী কিংসের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে সাকিব আল হাসানের দল। ১১ ম্যাচে ১০ পয়েন্ট তুলেছে রাজশাহী। রান রেটেও রাজশাহী (-০.৬৩৪) ঢাকার (১.১২৫) চেয়ে পিছিয়ে।

আজ যে দুটি ম্যাচ মাঠে গড়াচ্ছে তা চারটি দলের জন্যই গুরুত্বপূর্ণ। দুপুরের ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ঢাকা। পরের ম্যাচে রাজশাহী কিংসের প্রতিপক্ষ সিলেট সিক্সার্স। ৮ পয়েন্ট পাওয়া সিলেটের হাতে এখনো বাকি দুটি ম্যাচ। অর্থাৎ এই দুই ম্যাচ জিতলে সিলেটের সংগ্রহ দাঁড়াবে ১২ পয়েন্ট। রাজশাহী আজ জিতলে অবশ্য সেটি হচ্ছে না, তখন সিলেটের বাদ পড়া নিশ্চিত হয়ে যাবে। তবে রাজশাহীরও শেষ চার নিশ্চিত হবে না। সেটি নির্ভর করছে ঢাকা ও চট্টগ্রামের পারফরম্যান্সের ওপর। চিটাগং ভাইকিংস আজ জিতলেই দলটির শেষ চার নিশ্চিত হবে। আর ঢাকাকে কোনো সমীকরণ ছাড়াই শেষ চারে পৌঁছাতে হলে শেষ তিন ম্যাচের মধ্যে অন্তত দুটি জিততে হবে।

অর্থাৎ, শেষ চারের বাকি দুটি ‘ঘর’ পূরণে চিটাগং ভাইকিংস আর ঢাকা ডায়নামাইটসই তুলনামূলক সুবিধাজনক অবস্থানে। অন্তত পয়েন্ট টেবিল বলছে, ওই দুটি ঘর তাঁরাই ‘বায়না’ দিয়ে রেখেছে।

এক নজরে বিপিএল পয়েন্ট টেবিল:

        দল

ম্যাচ

জয়

হার

 পয়েন্ট

রান রেট

রংপুর রাইডার্স

১১

১৪

০.৬৯

কুমিল্লা ভিক্টোরিয়ানস

১০

১৪

০.৪৯৫

চিটাগং ভাইকিংস

১০

১২

–০.২৬১

ঢাকা ডায়নামাইটস

১০

১.১২৭

রাজশাহী কিংস

১১

১০

–০.৬৩৪

সিলেট সিক্সার্স

১০

০.০২৭

খুলনা টাইটানস

১১

–১.১৬৫