ইমরুলকে নিয়ে নির্বাচকেরা ঠিক সিদ্ধান্ত নেবেন, আশা মাশরাফির

ইমরুল কায়েস। প্রথম আলো ফাইল ছবি
ইমরুল কায়েস। প্রথম আলো ফাইল ছবি
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে জায়গা হয়নি ইমরুল কায়েসের। বিপিএলে আজ রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচ শেষে ইমরুলকে নিয়ে কথা বললেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা


বেশি দিন নয় মাত্র চার মাস আগের কথা। গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরি সহ করলেন ৩৪৯ রান। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে হলেন ব্যর্থ। তৃতীয় ম্যাচে তাঁর জায়গায় নেমে ৮০ রান করলেন সৌম্য সরকার। ফলাফল—নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে সৌম্য। আর জিম্বাবুয়ের বিপক্ষে যে ব্যাটসম্যান আরেকটু হলে হ্যাটট্রিক সেঞ্চুরি করে ফেলতেন, সেই ইমরুল বাদ পড়লেন জাতীয় দল থেকে। ইমরুল এরপর থেকেই ক্রিকেটপ্রেমীদের আলোচনায়।

ইমরুলকে না নেওয়ার পেছনে যুক্তি দেখাতে গিয়ে এক অর্থে সান্ত্বনা বাণী শুনিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘এমন না ওকে দূরে ঠেলে দিয়েছি। আশা করি সে ফিরে আসবে।’ ইমরুল কিন্তু তাঁর গোটা ক্যারিয়ারেই এমন কথা শুনতে শুনতে অভ্যস্ত। এই ব্যাটসম্যান আগেও বলেছেন, ‘নিজেও জানি না, ভালো খেলে পরের সিরিজে খেলতে পারব কি না। নিজেও সেটা (ভালো খেলেও স্কোয়াডে জায়গা নিশ্চিত) আশা করি না।’

ক্রিকেটপ্রেমীরা কিন্তু আশা করেছিলেন। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে ইমরুল থাকবেন। সর্বশেষ নিউজিল্যান্ড সফরেও ওয়ানডে সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ছিল ইমরুলের। সেই আশা পূরণ না হওয়ায় তাঁকে নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক। বিপিএলে আজ রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটি উঠেছে। জবাব দিলেন ইমরুলের ক্যারিয়ারে প্রতিকূল সময়ে তাঁকে আগলে রাখা স্বয়ং মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক আজ রংপুরকে নেতৃত্ব দিয়ে জয় তুলে নিয়েছেন ইমরুলের কুমিল্লার বিপক্ষে। নিউজিল্যান্ড সফর ছাড়াও সামনে রয়েছে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট। ইমরুলকে নিয়ে তাহলে বাংলাদেশ ওয়ানডে ভাবনাটা কী—এমন প্রশ্নই উঠেছিল সংবাদ সম্মেলনে।

মাশরাফির জবাব, ‘যাকে নিয়ে আমাকে বলবে আমি অবশ্যই ইতিবাচক কথাই বলব। যাদের কথা হচ্ছে সবাই ভালো প্লেয়ার। বাংলাদেশের জন্য অনেক অবদান আছে, বিশেষ করে ইমরুলের তো অনেক অবদান। নির্বাচকেরা আছেন, সবাই মিলে ঠিক সিদ্ধান্তটা নেবেন আশা করি। ইমরুল হলে অবশ্যই ভালো, সে সাম্প্রতিক সময়ে পারফর্ম করেছে। বাকিটা নির্বাচকেরা আছেন। তাঁরা দেখবেন।’

এবার বিপিএলে কুমিল্লার সর্বশেষ ১০ ম্যাচে ফিফটির মুখ দেখেননি ইমরুল। সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেছেন। সংক্ষিপ্ত সংস্করণের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তেমন ভালো করতে না পারলেও ওয়ানডেতে সর্বশেষ ১০ ইনিংসে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি রয়েছে ইমরুলের। নিউজিল্যান্ড সফরে যেহেতু দলে জায়গা হয়নি তাই আপাতত বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখতে পারেন ইমরুল। মাশরাফি অবশ্য বলেই দিয়েছেন—নির্বাচকেরা আছেন, সবাই মিলে ঠিক সিদ্ধান্তটা নেবেন আশা করি।