৩৪০ মিনিট! ঘুমপাড়ানি ফিফটির বিশ্ব রেকর্ডে ব্রাভো

ড্যারেন ব্রাভো। পেয়েছেন ধৈর্যশীল ব্যাটিংয়ের সুফল। ছবি: টুইটার
ড্যারেন ব্রাভো। পেয়েছেন ধৈর্যশীল ব্যাটিংয়ের সুফল। ছবি: টুইটার

অ্যান্টিগা টেস্টে ইংল্যান্ডকে হেসেখেলে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জয়ও নিশ্চিত করেছে স্বাগতিকেরা। দুই টেস্টেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। জ্যাসন হোল্ডার-কেমার রোচদের মধ্যে অনেকে তো আশি-নব্বই দশকের সেই ওয়েস্ট ইন্ডিজ দলের সুবাস পাচ্ছেন! সেটি সত্য কি না, তা সময়ই বলে দেবে। তবে হোল্ডারদের নিয়ে সবাই মেতে থাকায় আড়ালে ঢাকা পড়েছে তাঁদেরই এক সতীর্থদের গড়া নজির। ঘুমপাড়ানি ব্যাটিংয়ের নজির।

প্রথম ইনিংসে ১৮৭ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। এরপর ওয়েস্ট ইন্ডিজ তাঁদের প্রথম ইনিংসে তুলেছে ৩০৬ রান। দলের হয়ে মোট ৩৪২ মিনিট ব্যাট করেছেন ড্যারেন ব্রাভো। ম্যাচটি না দেখে থাকলে হয়তো ভাবছেন, ব্রাভো নিশ্চিত সেঞ্চুরি পেয়েছেন! ৩০০ মিনিট বাদ দিন, দেড়- দুই শ মিনিটের মধ্যেই সেঞ্চুরি করার ভুরি ভুরি নজির আছে টেস্ট ক্রিকেটে। কিন্তু ব্রাভো সেদিন অন্য ধাতে গড়া মানুষের ব্যাট করেছেন। বহু দিন ধরেই রান পাচ্ছিলেন না টেস্টে। ফিফটি বলুন কিংবা সেঞ্চুরি—সেদিনের আগে এমন কিছুর সর্বশেষ দেখা পেয়েছিলেন ২০১৬ সালে। আর তাই ব্রাভোকে দেখা গিয়েছে কচ্ছপ কামড় দিয়ে উইকেটে পড়ে কচ্ছপগতির ব্যাটিং করতে।

সেটিও যেন-তেন মন্থর ব্যাটিং নয়, ব্রাভো সবার আলোচনার অগোচরেই নাম লিখিয়েছেন রীতিমতো ঘুমপাড়ানি ফিফটির বিশ্ব রেকর্ডে। ২১৬ বলে ৫০! তবে বলসংখ্যা নয় ব্রাভো যে সময় নিয়ে ব্যাট করেছেন তা জায়গা করে নিয়েছে টেস্টে মন্থরতম ফিফটির রেকর্ড বইয়ে। উইকেটে আসার পর ৩৪০তম মিনিটে ফিফটি তুলে নেন ব্রাভো। এটি টেস্টে মন্থরতম ফিফটির তালিকায় তৃতীয়। আর তাঁর দেশের হয়ে টেস্টে মন্থরতম ফিফটি তো বটেই।

টেস্টে সবচেয়ে মন্থরতম ফিফটি রেকর্ডটি সাবেক ইংলিশ ব্যাটসম্যান ট্রেভর বেইলির। ১৯৫৮ সালে ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৪২৭ বলে ৬৮ রানের ইনিংস খেলার পথে এই রেকর্ড গড়েন বেইলি। ৪৫৮ মিনিট সময় উইকেটে ছিলেন তিনি। এই পথে বেইলি ফিফটি তুলে নিয়েছিলেন ৩৫০তম বলে, উইকেটে তখন সময় কাটিয়েছেন ৩৫৭ মিনিট। টেস্টে দ্বিতীয় মন্থরতম ফিফটির রেকর্ডও আরেক ইংলিশের দখলে। দেশটির সাবেক ওপেনার ক্রিস তাভারে। ১৯৮২ সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ২৭৭ বলে ৮২ রান করেন তাভারে। ২৩৬তম বলে ফিফটি তুলে নিয়েছিলেন তিনি। উইকেটে মোট ৪০৬ মিনিট থাকার পথে তাভারে ফিফটির দেখা পেয়েছিলেন ৩৫০তম মিনিটে।