সাব্বিরের কাছে পাস্ট ইজ পাস্ট

সাব্বির রহমান আজ নিউজিল্যান্ড রওনা দেওয়ার আগে কথা বললেন সংবাদমাধ্যমে। ছবি: প্রথম আলো
সাব্বির রহমান আজ নিউজিল্যান্ড রওনা দেওয়ার আগে কথা বললেন সংবাদমাধ্যমে। ছবি: প্রথম আলো
>নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ প্রথম ধাপে রওনা দিয়েছেন আট ক্রিকেটার। এই দলে আছেন সাব্বির রহমান। সাব্বির প্রতিশ্রুত দিচ্ছেন, দুর্দান্ত চেহারায় আবির্ভূত হতে চান এ সফরে

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে কম হইচই হয়নি। মাঠের বাইরের কথা থামিয়ে দেওয়ার একটাই উপায়, যদি কথা বলে ওঠে সাব্বিরের ব্যাট!

সেটি করতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলতেই হবে সাব্বির রহমানকে। সাব্বির অবশ্য নিউজিল্যান্ডগামী উড়ানে ওঠার আগে প্রতিশ্রুতি দিচ্ছেন, ‘এটা আমার জন্য অনেক বড় সুযোগ। হতে পারে আমার দ্বিতীয় সুযোগ। চেষ্টা করব আগের সাব্বির হয়ে ফিরে আসতে।’

‘আগের সাব্বির’ বলতে সেই সাব্বির, যিনি ২০১৬ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রানের একটা ইনিংস খেলে দলকে জয়ের পথ দেখিয়েছিলেন। যিনি ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে ফিরেছিলেন। তবে সাব্বির মনে করেন, তাঁকে ঘিরে ওঠা প্রশ্নের উত্তর দিতে নয়, দলের সাফল্যের জন্যই তিনি ভালো খেলতে চান। তাঁর কথা, ‘পাস্ট ইজ পাস্ট। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। অবশ্যই (এ আস্থার) প্রতিদান দেওয়ার চেষ্টা করব।’

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ প্রথম ধাপে রওনা দিয়েছেন আট ক্রিকেটার। দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসে রওনা দিয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও লিটন দাস। টিম ম্যানেজমেন্টের সদস্যদের মধ্যে প্রধান কোচ স্টিভ রোডস ও নতুন ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

ছুটিতে থাকা পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন কোচ সুনীল যোশি, ফিজিও থিহান চন্দ্র মোহন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন নির্ধারিত সময়ে যোগ দেবেন দলের সঙ্গে। দ্বিতীয় ধাপে বাকি সাত ক্রিকেটার রওনা হবেন বিপিএল ফাইনালের পরদিন, ৯ ফেব্রুয়ারি রাতে।