ফাইনালে ফিল্ডিং বেছে নিল ঢাকা

টস জয়ের হাসিটা সাকিবই হেসেছেন। ছবি: শামসুল হক
টস জয়ের হাসিটা সাকিবই হেসেছেন। ছবি: শামসুল হক

এক মাস লম্বা উৎসব ফুরোচ্ছে আজ। ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যকার ফাইনাল দিয়ে শেষ হচ্ছে ষষ্ঠ বিপিএল। ফাইনালে প্রথম হাসি অবশ্য ঢাকার। টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ঢাকা অধিনায়ক সাকিব আল হাসান।

ফাইনালের সম্ভাব্য একাদশ:

কুমিল্লা ভিক্টোরিয়ানস: তামিম ইকবাল, এভিন লুইস, এনামুল হক, শামসুর রহমান, ইমরুল কায়েস, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, ওয়াহাব রিয়াজ, সনজিত সাহা।

ঢাকা ডায়নামাইটস: উপুল থারাঙ্গা, সুনীল নারাইন, রনি তালুকদার, সাকিব আল হাসান, কাইরন পোলার্ড, নুরুল হাসান, আন্দ্রে রাসেল, মাহমুদুল হাসান, কাজী অনিক, শুভাগত হোম, রুবেল হোসেন।