তাঁকে ছাড়াই দুর্দান্ত পিএসজি বিশ্বাস বাড়িয়ে দিয়েছে নেইমারের

ঠিক এভাবেই চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা নিয়েও ছবি তুলতে চান নেইমার ছবি: টুইটার
ঠিক এভাবেই চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা নিয়েও ছবি তুলতে চান নেইমার ছবি: টুইটার
>অসাধারণ দল, মানসম্পন্ন সতীর্থ এবং প্রজ্ঞাবান কোচ—এই তিনের সমন্বয়ে এবার চ্যাম্পিয়নস লিগের পরম আরাধ্য শিরোপা জয় করবে পিএসজি, এমনটাই মানছেন দলের সবচেয়ে বড় তারকা, ব্রাজিলিয়ান উইঙ্গার নেইমার।

নিজে পায়ের চোটের কারণে পড়ে আছেন মাঠের বাইরে। দলের সবচেয়ে বড় তারকা মাঠের বাইরে থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে গিয়ে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচ জিতে আসতে সমস্যা হয়নি পিএসজির। দলের দুর্দান্ত খেলা দেখে তাই আশাবাদী হচ্ছেন নেইমার। বলেছেন, চ্যাম্পিয়নস লিগ এবার পিএসজির ঘরেই যাবে।

‘কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস’–এর সভাপতি নাসের আল–খেলাইফির অর্থ-বৃষ্টির পরেও চ্যাম্পিয়নস লিগ ট্রফিটা ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে পিএসজির। গত দুই আসরে শেষ ষোলোতেই থামতে হয়েছিল ফরাসি চ্যাম্পিয়নদের। এবার এই অপেক্ষা ঘুচবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেইমার, ‘আমরা এবার চ্যাম্পিয়নস লিগ জিতবই, এ ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আমাদের অসাধারণ একটা দল রয়েছে, প্রতিটি খেলোয়াড় যথেষ্ট মানসম্পন্ন। আর আছেন অসাধারণ একজন কোচ।’

অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোর মাঠে যখন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা হবে, ম্যাচশেষে বিশাল ট্রফিটা শোভা পাবে নেইমারদের হাতেই, এমনটাই বিশ্বাস তাঁর, ‘যখন প্যারিসে খেলি, মাঠে উপস্থিত পিএসজি সমর্থকেরা দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকা পালন করে। আমার কোনো সন্দেহ নেই যে আমরাই চ্যাম্পিয়ন হব এবং সেই ম্যাচে আমি খেলব।’

পায়ের কী অবস্থা এখন নেইমারের? কেমন চলছে চিকিৎসা? কবে নাগাদ আবার মাঠে দেখা যাবে? এ সম্পর্কে নেইমার বলেছেন, ‘পায়ের চিকিত্সা মাত্র শুরু হয়েছে। সুস্থ হওয়াটা একটা লম্বা সময়ের ব্যাপার। ঈশ্বরকে ধন্যবাদ যে দারুণ সব পেশাদাররা আমার পাশে রয়েছে। একই সঙ্গে রয়েছে পিএসজির এবং বিশ্বজুড়ে থাকা ভক্তদের সমর্থন।'

২০১৮ সালে ঠিক এভাবেই পায়ের চোটে তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন নেইমার। মাঠের বাইরে বসে বসে সতীর্থদের খেলতে দেখাটা যে কতটা কষ্টের, সেটা বলেছেন, ‘আমি ছোটবেলা থেকেই ফুটবল খেলেছি। তাই ফুটবল থেকে দূরে থাকা খুব কঠিন আমার জন্য। ২০১৮ সালে ঠিক এমন একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। আর আমি জানি এটা কতটা বাজে। কিন্তু সেই অভিজ্ঞতা আমাকে খেলোয়াড় ও মানুষ হিসেবে আরও শক্তিশালী করেছে।’

আগামী ৭ মার্চ নিজেদের মাঠ পার্ক ডে প্রিন্সেসে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় লেগ খেলতে নামবে পিএসজি। প্রথম লেগে প্রেসনেল কিমপেমবে ও কিলিয়ান এমবাপ্পের গোলে ২-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে আছে পিএসজি।