ইতিহাসের প্রান্তে দুই নারী

অস্ট্রেলিয়ার ছেলেদের প্রথম সারির প্রিমিয়ার ক্লাব ক্রিকেটে দাঁড়াবেন এই দুই নারী আম্পায়ার-এলোইজ শেরিডান ও মেরি ওয়ালড্রোন (ডানে)। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার ছেলেদের প্রথম সারির প্রিমিয়ার ক্লাব ক্রিকেটে দাঁড়াবেন এই দুই নারী আম্পায়ার-এলোইজ শেরিডান ও মেরি ওয়ালড্রোন (ডানে)। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
>এ সপ্তাহেই নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন দুই নারী। প্রথম নারী হিসেবে পরিচালনা করবেন ছেলেদের প্রথম সারির প্রিমিয়ার ক্লাব ক্রিকেটের ম্যাচ।

এলোইজ শেরিডান আগেই ইতিহাসের অংশ হয়ে গেছেন। প্রথম নারী আম্পায়ার হিসেবে পরিচালনা করেছেন সাউথ অস্ট্রেলিয়ান প্রিমিয়ার ক্রিকেটের প্রথম সারির ম্যাচ। এই গ্রীষ্মেই ক্ল্যারি পোলোস্যাকের সঙ্গে মিলে আম্পায়ারিং করেছেন মেয়েদের বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন স্টারসের ম্যাচটি। ওই ম্যাচ পরিচালনা করেও নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। অস্ট্রেলিয়ায় পেশাদার ক্রিকেটে আম্পায়িরং করা প্রথম নারী আম্পায়ার তাঁরা দুজন।

এ সপ্তাহেই আরেকটি নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন শেরিডান। প্রথম নারী হিসেবে পরিচালনা করবেন ছেলেদের প্রথম সারির প্রিমিয়ার ক্লাব ক্রিকেটের ম্যাচ। টি ট্রি গালি ও নর্দার্ন ডিসট্রিক্টসের মধ্যে সেই ম্যাচে শেরিডানের সঙ্গে জুটি বাঁধবেন আরেক নারী, মেরি ওয়ালড্রোন। অ্যাডিলেডের ম্যাচটিতে খেলবেন টেস্টে অস্ট্রেলিয়ার সহকারী অধিনায়ক ট্রাভিস হেড।
শেরিডানের সঙ্গী ওয়ালড্রোন একজন আইরিশ নারী ক্রিকেটার। গত বছরই দেশের হয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। ফুটবলও খেলেছেন আয়ারল্যান্ডের হয়ে। তবে ছেলেদের প্রথম সারির ক্রিকেটে এই প্রথম আম্পায়ারিং করতে যাচ্ছেন। দুই নারীর ইতিহাস গড়ার বিষয়টি নিয়ে রোমাঞ্চিত সাউথ অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের আম্পায়ার ও কোচ ড্যানিয়েল গুডউইন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের রাজ্যে নারী আম্পায়ারদের অনেকগুলো প্রথম দেখতে পাওয়াটা চমৎকার। এটা দেখতে পারা দারুণ এক ব্যাপার।’