বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নেই নেইমারের

পিএসজিতে নেইমার সুখেই আছেন, জানালেন বাবা। ছবি: এএফপি
পিএসজিতে নেইমার সুখেই আছেন, জানালেন বাবা। ছবি: এএফপি
>

প্রতিটি দলবদলের সময়ে নেইমারের বার্সেলোনায় ফিরে আসা নিয়ে সরব হয় সংবাদমাধ্যমগুলো। পিএসজিতে নেইমারের ভালো লাগছে না, নেইমার আবার বার্সেলোনায় ফিরতে চান—এমন খবর প্রায় প্রতিদিনই শোনা যায়। কিন্তু এসব খবরের পেছনে সত্যতা কতটুকু? অবশেষে মুখ খুলেছেন নেইমারের বাবা।

নেইমার যখন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখালেন, আশ্চর্য হননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। রেকর্ড অঙ্কে সে দলবদল হয়ে যাওয়ার পর থেকেই ফুটবল দুনিয়া কেন যেন আবারও তাঁকে বার্সেলোনায় ফেরাতে ব্যাকুল। প্রায় প্রতিটি দলবদলের সময়ই নেইমারের ন্যু ক্যাম্পে ‘প্রত্যাবর্তন’ নিয়ে নানা ধরনের খবর শোনা যায়। কিন্তু এসব খবরের যে সত্যতা মোটেও নেই, সেটিই জানিয়েছে নেইমারের বাবা
ফরাসি সংবাদমাধ্যম ‘টেলিফুট’ কে দেওয়া এক সাক্ষাতকারে নেইমারের বাবা নেইমার ‘সিনিয়র’ এসব গুজব উড়িয়েই দিয়েছেন, ‘কথাগুলো একদম মিথ্যা। বার্সেলোনা থেকে আমার ছেলেকে কেউ ফোন দেয়নি, আমরাও তাদের সঙ্গে ফেরার জন্য কোনো যোগাযোগ করিনি।’
পিএসজিতে আনন্দ ও সন্তুষ্টি নিয়েই খেলছেন নেইমার, এ কথাও বলতে ভোলেননি তিনি, ‘আমার ছেলে প্যারিসে অনেক সুখে আছে। বার্সেলোনা অন্যতম সেরা ক্লাব। কিন্তু বার্সার সঙ্গে আমার ছেলেকে জড়িয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে, সেগুলোর মধ্যে কোনো সত্যতা নেই। এটা স্বাভাবিক, নেইমারের মতো একজন খেলোয়াড়কে নিয়ে গুজব রটবেই, আটকানো যাবে না। কিন্তু আমি বলতে পারি, নেইমার তাঁর বর্তমান ও ভবিষ্যৎ পিএসজিতেই কাটাবে।’

তাহলে কি নেইমার আর কখনই পিএসজি ছাড়বেন না? এ প্রশ্নের জবাবে আবার নেইমারের বাবা কোনো নির্দিষ্ট উত্তর দেননি, ‘ভবিষ্যতে কি হয় সেটা তো বলা যায় না। প্রতি মুহূর্তেই পরিস্থিতি বদলাতে পারে।’
নেইমারের মুখপাত্র হিসেবেই কাজ করেন তাঁর বাবা। এই সাক্ষাৎকারের পর নেইমারের বার্সেলোনা ফেরা-সংক্রান্ত খবরের ইতি হলেই ভালো।