বন্ধুত্বের লড়াইয়ের টিপিএলে এসকেএফ চ্যাম্পিয়ন

>তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হলো ট্রান্সকম প্রিমিয়ার লিগ ( টিপিএল)। ট্রান্সকম গ্রুপ তার সহযোগী সংগঠনগুলো নিয়ে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। দুই গ্রুপে ভাগ হয়ে আটটি দল লড়ছে শিরোপার জন্য। আজ শুক্রবার সকাল থেকে ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো জমকালো এই টুর্নামেন্টের। ফাইনালে ট্রান্সকম গ্লাডিয়েটরসকে ২৮ রানে হারিয়ে শিরোপা জিতেছে এসকেএফ লায়ন্স। আগে ব্যাট করে ১৩৯ রান তুলেছিল এসকেএফ। জবাবে ১১০ রানে থেমেছে ট্রান্সকম গ্লাডিয়েটরসের ইনিংস।
চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে কালো ব্যাজ ধারণ করেছিলেন খেলোয়াড়েরা। ছবি: প্রথম আলো
চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে কালো ব্যাজ ধারণ করেছিলেন খেলোয়াড়েরা। ছবি: প্রথম আলো
টুর্নামেন্টে আনন্দঘন পরিবেশের এক ফাঁকে ট্রান্সকম পরিবার। ছবি: প্রথম আলো
টুর্নামেন্টে আনন্দঘন পরিবেশের এক ফাঁকে ট্রান্সকম পরিবার। ছবি: প্রথম আলো
এসকেএফ লায়ন্স খেলোয়াড়দের নিয়ে কর্মকর্তাদের জয় উদযাপন। ছবি: প্রথম আলো
এসকেএফ লায়ন্স খেলোয়াড়দের নিয়ে কর্মকর্তাদের জয় উদযাপন। ছবি: প্রথম আলো
আরেকটি উইকেটের পতন। ট্রান্সকম ডিজিটাল নাইটস খেলোয়াড়দের উল্লাস। ছবি: প্রথম আলো
আরেকটি উইকেটের পতন। ট্রান্সকম ডিজিটাল নাইটস খেলোয়াড়দের উল্লাস। ছবি: প্রথম আলো
ব্যাট-বলের লড়াইয়ে জমজমাট ছিল প্রতিটি ম্যাচ। টিএফএল ওয়ারিয়র্স ও এসকেএফ ম্যাচের একটি মুহূর্ত। ছবি: প্রথম আলো
ব্যাট-বলের লড়াইয়ে জমজমাট ছিল প্রতিটি ম্যাচ। টিএফএল ওয়ারিয়র্স ও এসকেএফ ম্যাচের একটি মুহূর্ত। ছবি: প্রথম আলো