জেনে নিন নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি

ওয়ানডে সংস্করণের ঢাকা প্রিমিয়ার লিগের সঙ্গে এবার টি-টোয়েন্টি লিগও মাঠে গড়াচ্ছে। ফাইল ছবি
ওয়ানডে সংস্করণের ঢাকা প্রিমিয়ার লিগের সঙ্গে এবার টি-টোয়েন্টি লিগও মাঠে গড়াচ্ছে। ফাইল ছবি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে কাল থেকে। টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোয়।


স্থানীয় ক্রিকেটারদের আরও বেশি করে টি-টোয়েন্টি খেলার সুযোগ করে দিতে বিপিএলের বাইরে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটি যে হচ্ছে তা জানা গিয়েছিল আগেই। কাল শেরেবাংলা স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ও খেলাঘরের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। চারটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১২টি ক্লাব অংশ নিচ্ছে এ আয়োজনে।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ আগেই জানিয়েছিলেন, নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ২৫ ফেব্রুয়ারি। বিপিএলে প্রতিটি দলের একাদশে নির্দিষ্টসংখ্যক বিদেশি খেলোয়াড় সুযোগ পেয়ে থাকেন। স্থানীয় ক্রিকেটারদের অনেকেই বিপিএলে সেভাবে সুযোগ পান না, টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য যথার্থ প্রতিভাও সেভাবে বের হয়ে আসে না—এ যুক্তিতে বিসিবি আরেকটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল। এবারের বিপিএলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের কণ্ঠেও এ টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজনীয়তার কথা উঠে আসে। বিসিবি সভাপতিও এ টুর্নামেন্ট আয়োজনের কথা বলেন।

সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ এর আগে জানিয়েছিলেন, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে শেরেবাংলা স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয়। এ ছাড়া গ্রুপপর্বেও দিবা-রাত্রির ম্যাচ রয়েছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। আসুন দেখে নেই এই টুর্নামেন্টের সূচি—

টুর্নামেন্টের চার গ্রুপ:

গ্রুপ এ

গ্রুপ বি

গ্রুপ সি

গ্রুপ ডি

আবাহনী লিমিটেড

শেখ জামাল ধানমন্ডি ক্লাব

লিজেন্ডস অব রুপগঞ্জ

প্রাইম দোলেশ্বর

প্রাইম ব্যাংক

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি

মোহামেডান স্পোর্টিং ক্লাব

গাজী গ্রুপ ক্রিকেটার্স/p>

ব্রাদার্স ইউনিয়ন

উত্তরা স্পোর্টিং ক্লাব

শাইনপুকুর ক্রিকেট ক্লাব

বিকেএসপি

টুর্নামেন্টের সূচি:

  তারিখ/p>

       ম্যাচ

সময়

 ভেন্যু

২৫ ফেব্রু, ২০১৯

শেখ জামাল–খেলাঘর

বেলা ১২.৩০

মিরপুর

২৫ ফেব্রু, ২০১৯

আবাহনী–ব্রাদার্স

বিকাল ৫.৩০

মিরপুর

২৫ ফেব্রু, ২০১৯

 রুপগঞ্জ–শাইনপুকুর

সকাল ৯টা

ফতুল্লা

২৫ ফেব্রু, ২০১৯

দোলেশ্বর–বিকেএসপি

বেলা ১.৩০

ফতুল্লা

২৬ ফেব্রু, ২০১৯

মোহামেডান–শাইনপুকুর

বেলা ১২.৩০

মিরপুর

২৬ ফেব্রু, ২০১৯

প্রাইম ব্যাংক–ব্রাদার্স

বিকাল ৫.৩০

মিরপুর

২৬ ফেব্রু, ২০১৯

গাজি–বিকেএসপি

সকাল ৯টা

ফতুল্লা

২৬ ফেব্রু, ২০১৯

খেলাঘর–উত্তরা

বেলা ১.৩০

ফতুল্লা

২৭ ফেব্রু, ২০১৯

আবাহনী–প্রাইম ব্যাংক

বেলা ১২.৩০

মিরপুর

২৭ ফেব্রু, ২০১৯

দোলেশ্বর–গাজি

বিকাল ৫.৩০

মিরপুর

২৭ ফেব্রু, ২০১৯

শেখ জামাল–উত্তরা

সকাল ৯টা

ফতুল্লা

২৭ ফেব্রু, ২০১৯

রুপগঞ্জ–মোহামেডান

বেলা ১.৩০

ফতুল্লা

১ মার্চ, ২০১৯

সেমিফাইনাল (বি গ্রুপজয়ী–সি গ্রুপজয়ী)

বেলা ১২.৩০

মিরপুর

১ মার্চ, ২০১৯

সেমিফাইনাল (এ গ্রুপজয়ী–ডি গ্রুপজয়ী)

বিকাল ৫.৩০

মিরপুর

৩ মার্চ, ২০১৯

ফাইনাল

সন্ধ্যা ৬টা

মিরপুর