রশিদের রেকর্ডে ইতিহাসের পথে আফগানিস্তান

আবারও দলের প্রয়োজনে জ্বলে উঠলেন রশিদ। ছবি: এএফপি
আবারও দলের প্রয়োজনে জ্বলে উঠলেন রশিদ। ছবি: এএফপি

কম বয়সের সবগুলো রেকর্ড আগেভাগেই রশিদ খানের নামে লিখে ফেলাই ভালো। মাত্র ১৭ বছর বয়সে ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেকের পর ক্রিকেটের বিস্ময়বালক হিসেবে আবির্ভূত হয়েছেন। বালক ট্যাগটা এখন সরে গেলেও রেকর্ডের পর রেকর্ড গড়ে বিস্ময় উপমাটা ঠিকই ধরে রেখেছেন। আজই যেমন গড়লেন আরেকটি অবিশ্বাস্য রেকর্ড। সবচেয়ে কম বয়সী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই ৫ উইকেট পাওয়া হয়ে গেল রশিদের।

দেরাদুনে দ্বিতীয় ইনিংসে ২৮৮ রানে থামে আয়ারল্যান্ড। ১৪৭ রানের লক্ষ্য পাওয়া আফগানরা তৃতীয় দিনটা শেষ করেছে ১ উইকেটে ২৯ রান তুলে। প্রথম টেস্ট জয় থেকে ১১৮ রানের দূরত্বে দলটি। আফগানদের প্রথম টেস্ট জয়ের সম্ভাবনা একদম হাতের নাগালে। আফগান উৎসব ভন্ডুল করতে বল হাতে অবিশ্বাস্য কিছু করতে হবে আইরিশদের।

মনে হচ্ছিল তিন দিনের মধ্যেই জিতে যাচ্ছে আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসে ২৩০ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলা আয়ারল্যান্ড তখন এগিয়ে মাত্র ৮৮ রানে। কিন্তু প্রথম ইনিংসের মতোই এবারও আফগানদের পথের কাঁটা হলো আইরিশদের ১০ম উইকেট জুটি। প্রথম ইনিংসে জর্জ ডকরেলকে নিয়ে ৮৭ রান যোগ করা আয়ারল্যান্ডের ১১ নম্বর ব্যাটসম্যান টিম মার্টা জেমস ক্যামেরন-ডাউকে নিয়ে এবার যোগ করলেন ৫৮ রান। তাতে ২৮৮ রানে অলআউট আয়ারল্যান্ড আফগানিস্তানকে দিতে পারল ১৪৭ রানের লক্ষ্য, ম্যাচটাকে নিয়ে যেতে পারল চতুর্থ দিনে।

১ উইকেটে ২২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৮২ রান অ্যান্ডি বলবার্নির। ১০৪ রানের তৃতীয় উইকেট জুটিকে তাঁর সঙ্গী কেভিন ও’ব্রায়েন করেছেন ৫৬। আফগান লেগ স্পিনার রশিদ খান পেয়েছেন ৫ উইকেট। তাতেই রেকর্ডটা হলো রশিদের। মাত্র ২০ বছর ১৮৭ দিনে রেকর্ড হলো তাঁর। সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে ১০০ উইকেট প্রাপ্তির রেকর্ডটা এখন তাঁর। দুটি রেকর্ডই ভাঙার সম্ভাবনা ক্রিকেটে আপাতত একজনেরই আছে, সেটা তাঁর আফগান সতীর্থ মুজীব-উর-রহমানের (১৭ বছর ৩৫৪ দিন)!