তালহা জুবায়েরের সেই ইনিংস মনে করাল আয়ারল্যান্ড-আফগান টেস্ট

তালহা জুবায়ের। ফাইল ছবি
তালহা জুবায়ের। ফাইল ছবি
>

তালহা জুবায়ের, অকালে হারিয়ে যাওয়া বাংলাদেশি পেসার। টেস্ট ক্রিকেটে তাঁর সর্বোচ্চ ইনিংসটি দিয়ে জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়ে। সেই রেকর্ড মনে করালেন টিম মারটাগ

৮৫ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর একটা দল কতই–বা আর করতে পারে? আয়ারল্যান্ড কিন্তু চমকে দিয়ে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে তুলল ১৭২ রান। দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে আইরিশদের প্রথম ইনিংসের ভরাডুবির লজ্জা কিছুটা হলেও আড়াল করেছেন টিম মারটাগ। ১১ নম্বরে ব্যাট করতে নেমে ৫৪ রানে অপরাজিত ছিলেন। আইরিশদের পুরো ইনিংসে সর্বোচ্চ রান এসেছিল তাদের ১১ নম্বরের ব্যাট থেকে।

টেস্ট ক্রিকেটে এ কিন্তু এক বিরল ঘটনা—দলের শেষ ব্যাটসম্যান যখন বাকি সবার চেয়ে বেশি রান করেন। এর আগে মাত্র ১১ বার ঘটেছিল এমনটা। বাংলাদেশও একবার এমন ঘটনার সাক্ষী হয়েছিল। ২০০৪ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১১ নম্বরে নামা তালহা জুবায়ের ৩১ রান করেছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছিল মোহাম্মদ রফিকের ব্যাটে। হাবিবুল বাশার করেছিলেন ১৭। ফলোঅন করতে নামা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেনি। মাত্র ২৬.৪ ওভারে বাংলাদেশ অলআউট হয়েছিল ১২৪ রানে। ম্যাচের ফল বলে পুরোনো দুঃখ হৃদয় খুঁড়ে জাগানোর কোনো মানে হয় না।

তবে সেই টেস্টটা স্মরণীয় হয়ে আছে মোহাম্মদ আশরাফুলের কারণে। অভিষেকে সেঞ্চুরির সেই বিশ্ব রেকর্ড গড়া কীর্তির চার বছর পর আশরাফুল আবার সেঞ্চুরি পান এই টেস্টে। ‌১৫৮ রানের এমনই এক অসাধারণ ইনিংস খেলেন দলের প্রথম ইনিংসে, ইনিংস ব্যবধানে হেরে যাওয়া ম্যাচেও সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে তাঁর হাতে।

টেস্টটি মনে রাখতে পারেন তালহাও। বাংলাদেশি এই পেসার দলের নিশ্চিত পরাজয়ের মুখে মেরেকেটে খেলা শুরু করেন। ২৬ রানই এসেছে বাউন্ডারি থেকে। খেলেছেন ২৪ বল। সেটি ছিল দলের ১১ নম্বরের সর্বোচ্চ ইনিংস খেলার মাত্র ষষ্ঠ উদাহরণ।

প্রথম উদাহরণ ছিল ১৮৮৫ সালের মেলবোর্ন টেস্টে। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ফ্রেড স্পোফোর্থ ১‌১ নম্বরে নেমে ৫০ রান করেছিলেন। টিম মারটাগ এ তালিকার একাদশ ক্রিকেটার।

মারটাগ দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২৭ রান। দুই ইনিংস মিলিয়ে তাঁর রান ১১। টেস্ট ইতিহাসে এক ম্যাচে ১১ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের তালিকায় মারটাগ যৌথভাবে আছেন তিনে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার অ্যাশটন অ্যাগার ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসেই করেছিলেন ৯৮ রান। আগের বছর একই দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টিনো বেস্ট মেরেকেটে ৯৫ রান তুলে ফেলেন এক ইনিংসে। ২০১৪ সালে জেমস অ্যান্ডারসন ১১–তে নেমে ভারতের বিপক্ষে ৮১ রানের এক ইনিংস খেলেছিলেন।