২৬২ ম্যাচের ফুটবল আসর!

ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল শিরোপা ধরে রাখার মিশন শুরু করছে বাছাইপর্ব দিয়ে। ছবি: এএফপি
ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল শিরোপা ধরে রাখার মিশন শুরু করছে বাছাইপর্ব দিয়ে। ছবি: এএফপি
>গ্রুপপর্বে ২৫০টি ম্যাচ, প্লে-অফে আরও ১২টি। ২০২০ ইউরোর বাছাইপর্বই আসছে ম্যাচের পসরা সাজিয়ে। বছরব্যাপী এই বাছাইপর্ব আজ শুরু হল্যান্ড, ক্রোয়েশিয়া, বেলজিয়ামের মতো দলগুলোর ম্যাচ দিয়ে। কীভাবে শেষ পর্যন্ত নির্ধারিত হবে ইউরোর দলগুলোর ভাগ্য?

কবে
১২ জুন-১২ জুলাই, ২০২০

কোথায়
১২টি দেশের ১২টি শহরে—আমস্টারডাম, বাকু, বিলবাও, বুখারেস্ট, বুদাপেস্ট, কোপেনহেগেন, ডাবলিন, গ্লাসগো, লন্ডন, মিউনিখ, রোম ও সেন্ট পিটার্সবার্গ

দল ২৪টি
১২টি দেশের ১২টি শহরে টুর্নামেন্ট হবে বলে স্বাগতিক হিসেবে কোনো দেশ সরাসরি মূল পর্বে সুযোগ পাবে না।
প্রতি গ্রুপ থেকে দুটি করে দল নিয়ে সরাসরি ২০ দল যাবে মূল পর্বে।
টুর্নামেন্টের বাকি চার দল ঠিক হবে প্লে-অফে, যেটির ড্র হবে নভেম্বরে, আর ম্যাচ হবে আগামী বছরের মার্চে। এই প্লে-অফে কারা খেলবে, সেই সমীকরণেই যত জটিলতা। সমীকরণটাতে জড়িয়ে গত বছর চালু হওয়া উয়েফার নতুন টুর্নামেন্ট উয়েফা নেশনস লিগের হিসাব-নিকাশ।

বাছাইপর্বের খুঁটিনাটি
উয়েফার ৫৫ সদস্যকে ১০টি গ্রুপে ভাগ করা হয়েছে। পাঁচটি করে দল নিয়ে পাঁচটি গ্রুপ, বাকি পাঁচ গ্রুপে দল ছয়টি করে।
গ্রুপ এ: ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, মন্টেনেগ্রো, কসোভো
গ্রুপ বি: পর্তুগাল, ইউক্রেন, সার্বিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ
গ্রুপ সি: হল্যান্ড, জার্মানি, উত্তর আয়ারল্যান্ড, এস্তোনিয়া, বেলারুশ
গ্রুপ ডি: সুইজারল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, জর্জিয়া, জিব্রাল্টার
গ্রুপ ই: ক্রোয়েশিয়া, ওয়েলস, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান
গ্রুপ এফ: স্পেন, সুইডেন, নরওয়ে, রোমানিয়া, ফারো আইল্যান্ড, মাল্টা
গ্রুপ জি: পোল্যান্ড, অস্ট্রিয়া, ইসরায়েল, স্লোভেনিয়া, মেসিডোনিয়া, লাটভিয়া
গ্রুপ এইচ: ফ্রান্স, আইসল্যান্ড, তুরস্ক, আলবেনিয়া, মলদোভা, অ্যান্ডোরা
গ্রুপ আই: বেলজিয়াম, রাশিয়া, স্কটল্যান্ড, সাইপ্রাস, কাজাখস্তান, সান মেরিনো
গ্রুপ জে: ইতালি, বসনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, আর্মেনিয়া, লিখটেনস্টাইন

প্লে-অফে নেশনস লিগের প্রভাব
নেশনস লিগের চার স্তরে নিজেদের গ্রুপে জয়ী ১৬টি দল খেলবে প্লে-অফে। যদি নেশনস লিগে নিজেদের গ্রুপে জয়ী কোনো দল ইউরোর বাছাইপর্ব থেকেই সরাসরি ইউরোতে চলে যায়, তাদের তো আর প্লে-অফে খেলার প্রশ্ন ওঠে না। সে ক্ষেত্রে তাদের জায়গাটা চলে যাবে নিজেদের লিগে র‍্যাঙ্কিংয়ে পরের সেরা দলটির কাছে। উদাহরণস্বরূপ, লিগ এ-তে নিজেদের গ্রুপে জয়ী পর্তুগাল যদি ইউরোর বাছাইপর্ব থেকেই মূল পর্বে চলে যায়, তাদের জায়গাটা চলে যাবে লিগ এ-তে (ইউরোর মূল পর্বে উঠতে না পারা) র‍্যাঙ্কিংয়ে পরের দলটির কাছে।

আজকের ম্যাচ

ইউরো বাছাইপর্ব

সনি টেন ২

কাজাখস্তান-স্কটল্যান্ড

রাত ৯টা

সাইপ্রাস-স্যান মেরিনো

রাত ১১টা

বেলজিয়াম-রাশিয়া

রাত ১-৪৫ মি.

 

 

ইউরো বাছাইপর্ব

sonyliv.com

হল্যান্ড-বেলারুশ

রাত ১-৪৫ মি.

উত্তর আয়ারল্যান্ড-এস্তোনিয়া

রাত ১-৪৫ মি.

ক্রোয়েশিয়া-আজারবাইজান

রাত ১-৪৫ মি.

স্লোভাকিয়া-হাঙ্গেরি

রাত ১-৪৫ মি.