'আমাকে আইপিএল দিয়ে বিচার করলে কিছু করার নেই'

বিরাট কোহলি। বেঙ্গালুরুর সংবাদ সম্মেলনে। ছবি: এএফপি
বিরাট কোহলি। বেঙ্গালুরুর সংবাদ সম্মেলনে। ছবি: এএফপি
>

গৌতম গম্ভীরের সমালোচনার জবাব দিলেন বিরাট কোহলি

ভারতীয় দলের বর্তমান ও সাবেক অধিনায়কের মুখোমুখি হওয়া দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। মাঠে নামার আগেই কোহলি কিন্তু বেশ তেতে আছেন। তাঁর সমর্থকেরা এ জন্য গৌতম গম্ভীরকে দায়ী করতে পারেন। গম্ভীরের খোঁচাই তো তাতিয়ে দিয়েছে বেঙ্গালুরু অধিনায়ককে।

ভারতের সাবেক ওপেনার গম্ভীর কিছুদিন আগে বলেছিলেন, কোহলি ধোনি ও রোহিতের মতো বিচক্ষণ অধিনায়ক নন। তাঁর মতে, ফলাফলনির্ভর আইপিএলে ‘সৌভাগ্যবান’ হিসেবেই বেঙ্গালুরুর নেতৃত্ব দিতে পারছেন কোহলি। গম্ভীর সোজাসাপ্টাই বলেছিলেন, ‘তাকে (কোহলি) বিচক্ষণ অধিনায়ক বলে মনে হয় না। তেমন কুশলী অধিনায়ক ও নয়। আর আইপিএলও জেতেনি। অধিনায়ক কত ভালো, রেকর্ড তা বলে দেয়।’

বেঙ্গালুরুর (আরসিবি) নেতৃত্ব দিয়ে কোহলি আট বছরেও শিরোপার দেখা পাননি। ওদিকে তিনবার করে আইপিএল জিতেছেন রোহিত শর্মা ও ধোনি। গম্ভীর নিজেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতেছেন দুবার। আর এ কারণেই আইপিএলে কোহলিকে তেমন বিচক্ষণ অধিনায়ক মনে করেন না গম্ভীর। কিন্তু এই কথা শোনার পর কোহলি তো আর চুপ করে বসে থাকার পাত্র নন। মাঠে আক্রমণাত্মক এ অধিনায়ক গম্ভীরকে জবাব দিলেন এভাবে, ‘আমার যা করা উচিত তাই করছি। আইপিএল দিয়ে বিচার করলে কিছু করার নেই। সব সময় জয়ের চেষ্টা করি। মানুষ এসব নিয়ে কথা বলতে পছন্দ করে। তবে বাইরের কথা শুনলে পাঁচ ম্যাচও টিকতে পারতাম না। ঘরে বসে থাকতাম।’

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলিকে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবেই মানা হয়। কিন্তু আইপিএলে শিরোপাখরার জন্য চাপের মধ্যে ভুল সিদ্ধান্ত নেওয়াকেই কারণ মনে করছেন কোহলি, ‘চাপের মধ্যে বাজে সিদ্ধান্ত নেওয়ার ফল ভোগ করতে হচ্ছে। আমরা কিন্তু ছয়বার সেমিফাইনাল খেলেছি, অর্থাৎ সব সময়ই শিরোপা জেতার মতো দল। তাই ভালো সিদ্ধান্ত নিতে হবে।’