ধোনির বিপক্ষে জিততে ভুলে গেছেন কোহলি!

আরও একবার নতমুখে ধোনির কাছে বশ্যতা মানলেন কোহলি। ছবি: এএফপি
আরও একবার নতমুখে ধোনির কাছে বশ্যতা মানলেন কোহলি। ছবি: এএফপি
>কাল আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাত্র ৭০ রানে অলআউট হয়েছে। চেন্নাই সুপার কিংস ম্যাচ জিতেছে ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখে।

বিরাট কোহলির নামের পাশে তখন ২৫টি সেঞ্চুরি আর ৮ হাজার রান। আন্তর্জাতিক ক্রিকেটে এরপর কোহলি আরও ৪১টি সেঞ্চুরি করেছেন, রান করেছেন ১১ হাজার। কিন্তু একটা ব্যাপার বদলায়নি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু! ২০১৪ সালের মে মাসে সর্বশেষ মহেন্দ্র সিং ধোনির বিপক্ষে জিতেছিলেন কোহলি!

মাঝখানে অবশ্য ২০১৬ ও ২০১৭ আইপিএলে চেন্নাই ছিল না। তারপরও চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর রেকর্ডটি আরও একবার চোখে বিঁধল এবারের আইপিএলের শুরুতে। উদ্বোধনী ম্যাচের আগেই কথাটা বারবার বলাবলি হচ্ছিল। প্রথম ম্যাচে মাত্র ৭০ রানে অলআউট হয়ে চেন্নাইয়ের বিপক্ষে ৭ উইকেটে হারল বেঙ্গালুরু। রেকর্ডটা আরও বড় করে চোখে তো লাগবেই। চেন্নাই-বেঙ্গালুরুর মুখোমুখি লড়াইয়ের হিসাবটা এখন ১৬-৭! বলাই বাহুল্য, সেটি চেন্নাইয়ের দিকে হেলে।

অথচ এই দুই দলের প্রথম ছয় ম্যাচের চারটিই জিতেছিল বেঙ্গালুরু। এখন সর্বশেষ সাত ম্যাচেই জয়ী দলের নাম চেন্নাই। ফল হয়েছে এমন, গত ১৩ ম্যাচে ১০ বারই জিতেছে ধোনির দল!


চেন্নাই-বেঙ্গালুরু মুখোমুখি ম্যাচের ফল

তারিখ

জয়ী

ফল

২৮ এপ্রিল ২০০৮

চেন্নাই

১৩ রান

২১ মে ২০০৮

বেঙ্গালুরু

১৪ রান

২০ এপ্রিল ২০০৯

চেন্নাই

৯২ রান

১৪ মে ২০০৯

বেঙ্গালুরু

২ উইকেট

২৩ মে ২০০৯

বেঙ্গালুরু

৬ উইকেট

২৩ মার্চ ২০১০

বেঙ্গালুরু

৩৬ রান

৩১ মার্চ ২০১০

চেন্নাই

৫ উইকেট

২৪ সেপ্টেম্বর ২০১০

চেন্নাই

৫২ রান

১৬ এপ্রিল ২০১১

চেন্নাই

২১ রান

২২ মে ২০১১

বেঙ্গালুরু

৮ উইকেট

২৪ মে ২০১১

চেন্নাই

৬ উইকেট

২৮ মে ২০১১

চেন্নাই

৫৮ রান

১২ এপ্রিল ২০১২

চেন্নাই

৫ উইকেট

২৫ এপ্রিল ২০১২

ফল হয়নি

ফল হয়নি

১৩ এপ্রিল ২০১৩

চেন্নাই

৪ উইকেট

১৮ মে ২০১৩

বেঙ্গালুরু

২৪ রান

১৮ মে ২০১৪

বেঙ্গালুরু

৫ উইকেট

২৪ মে ২০১৪

চেন্নাই

৮ উইকেট

২২ এপ্রিল ২০১৫

চেন্নাই

২৭ রান

৪ মে ২০১৫

চেন্নাই

২৪ রান

২২ মে ২০১৫

চেন্নাই

৩ উইকেট

২৫ এপ্রিল ২০১৮

চেন্নাই

৫ উইকেট

৫ মে ২০১৮

চেন্নাই

৬ উইকেট

২৩ মার্চ ২০১৯

চেন্নাই

৭ উইকেট