ঘর ময়লা করে বার্সা তারকার ১০ লাখ টাকা জরিমানা!

ভালো খেললেও সমালোচনা পিছু ছাড়ছে না ডেম্বেলের। ছবি: টুইটার
ভালো খেললেও সমালোচনা পিছু ছাড়ছে না ডেম্বেলের। ছবি: টুইটার
>জার্মানিতে থাকতে যে বাড়িতে ছিলেন, সে বাড়ি নোংরা করায় জরিমানা দিতে হচ্ছে ওউসমান ডেম্বেলের। জরিমানার অঙ্ক নেহাত কম নয়, বাংলাদেশি টাকায় প্রায় ১০ লাখ

জরিমানা কত কারণেই হতে পারে। অপরাধ করলে তাঁর শাস্তি মেলে। কিন্তু অপরাধ যদি হয় ঘর ময়লা করা? বার্সেলোনা স্টার ওউসমান ডেম্বেলের অবস্থা ঠিক এ রকমই। ঘর ময়লা করার অপরাধে তাঁকে জরিমানা করা হয়েছে ১০ হাজার ইউরো। ঘটনা শুনে যতটা হাস্যকর মনে হচ্ছে, তা নয়। বরং ভয়ংকর! আগের বাড়ির মালিক জানিয়েছেন, ঘরের অবস্থা ডাস্টবিনের চেয়ে খারাপ!

বিশ্বজয়ী তারকা ডেম্বেলে বার্সায় এসেছেনই ঝামেলা নিয়ে। দলবদল নিয়ে কম ভোগান্তি পোহাতে হয়নি বরুসিয়া ডর্টমুন্ড আর বার্সেলোনাকে। খেলাধুলা সব ছেড়ে বাসায় বসে ছিলেন শুধু বার্সেলোনায় আসার জন্য। স্পেনে এসেই যে একেবারে সোজা হয়ে গিয়েছেন তা নয়। রাতভর ‘ভিডিও গেম’ খেলে ট্রেনিং মিস করায় ক্লাব কর্তৃপক্ষের কথাও শুনতে হয়েছে। এমনকি তাঁর ঘুম হারামের জন্য ফোন বন্ধ রাখার ওপরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে এবারের ঘটনা আগেরগুলো ছাড়িয়ে গিয়েছে। ২০১৭ সালে ডর্টমুন্ডে খেলার সময় যে বাড়িতে থাকতেন, সে বাড়ির ঘটনা এটি। ৭২ বছর বয়সী গার্ড ওইসেনবার্গের বাড়িতে থাকতেন ডেম্বেলে। বার্সায় আসার আগে সে বাড়ি ছেড়ে আসেন ডেম্বেলে। বাড়ি ছাড়ার আগে তা পরিষ্কার করা ন্যূনতম ভদ্রতা। কিন্তু ডেম্বেলে যেন বাড়ি ছাড়ার আগে আরও বেশি খারাপ করে এসেছেন। বাড়ি খুলে চক্ষু চড়কগাছ হয়ে যায় বৃদ্ধ ওইসেনবার্গের, ‘প্রতিটি ঘর দেখে মনে হচ্ছিল ডাস্টবিন! বাড়িতে ঢুকেই স্তম্ভিত হয়ে গিয়েছি। বাড়িটি মূলত আমার মা-বাবার ছিল, যে কারণে আরও বেশি আশাহত হয়েছিলাম।’

বিষয়টা সামান্য কথাতেই শেষ হয়নি। বাড়ির মালিক ওইসেনবার্গ রীতিমতো ক্ষতিপূরণ দাবি করেছেন ডেম্বেলের কাছে। বার্সা তারকার জরিমানার অঙ্কটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। জার্মান ভদ্রলোকের দাবি, তাঁকে দিতে হবে ২১ হাজার ইউরো! ডেম্বেলেকে এত বড় অঙ্ক জরিমানা কেন দিতে হবে, আদালতে দেওয়া ওইসেনবার্গের ব্যাখ্যা যৌক্তিকই মনে হবে, ‘বাথরুমের অবস্থা বলার মতো ছিল না। সে টয়লেটের ভেতরে পাথর ফেলে রেখেছিল, যা হাত দিয়ে পরিষ্কার করতে হয়েছে। হ্যাঁ, ডেম্বেলে খুবই তাড়াহুড়ার মধ্যে বাড়ি বদলেছিল। কিন্তু এমন অবস্থা করে যাবে ভাবিনি।’

ফ্রিজভর্তি পচা খাবার, রান্নাঘরে ময়লা কাপবোর্ড, পুরোনো প্লাস্টিক ব্যাগ, ঘরজুড়ে কালো কালো ছোপ, সব মিলিয়ে ভীষণ বাজে অবস্থা বাড়ির। শুধু ওইসেনবার্গই ভুক্তভোগী নন। বিভিন্ন জায়গায় বিল জমিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে বলতেন ডেম্বেলে। ফলে, বাড়ির সামনে ছিল বিলের বিশাল লিস্ট। যার পুরোটা পরিশোধ করতে হয়েছে বৃদ্ধ গার্ড ওইসেনবার্গকে। সব মিলিয়ে তাঁর দাবিও ছিল বেশি। জরিমানা হিসেবে ২১ হাজার ইউরো দাবি করলেও আদালত তা কমিয়ে এনেছেন ১০ হাজার ইউরোতে, বাংলাদেশের মুদ্রায় যেটি প্রায় ১০ লাখ টাকা।

বার্সা তারকার আইনজীবী অবশ্য প্রথমেই ঘটনা স্বীকার করে নেওয়ায় কমের ওপর দিয়েই যাচ্ছে ডেম্বেলের। না হলে ভালোই ভুগতে হতো তাঁকে।