আয়াক্সকে ভয় পেয়েছিল রিয়াল-জুভেন্টাস!

ভয়ডরহীন ফুটবল খেলে মন মাতাচ্ছে আয়াক্স। ছবি : এএফপি
ভয়ডরহীন ফুটবল খেলে মন মাতাচ্ছে আয়াক্স। ছবি : এএফপি
>দ্বিতীয় রাউন্ডে রিয়াল মাদ্রিদ, কোয়ার্টারে জুভেন্টাস। আয়াক্সের কাছে একের পর এক বধ হচ্ছে চ্যাম্পিয়নস লিগের শীর্ষ দল গুলি। গতকাল ভয়ডরহীন ফুটবল খেলে জুভেন্টাসকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়েছে তারা। ম্যাচ শেষে আত্মবিশ্বাসী কোচ এরিক টেন হাগ জানিয়েছেন, তাদের ভয় পেয়েছিল রিয়াল-জুভেন্টাস!

এবারের চ্যাম্পিয়নস লিগ শুরু হওয়ার আগে কে ভেবেছিল সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে একটা হবে আয়াক্স? কেউ না ভাবলেও, নিজেদের ওপর আস্থা রেখেছিল ডাচ ক্লাবটি। নিজেদের শক্তিমত্তার ওপর আস্থা রাখার সুফল পাচ্ছে দলটি। রিয়াল আর জুভেন্টাসের মতো ক্লাবগুলোকে হারিয়ে সেমিতে ওঠা আয়াক্সের আত্মবিশ্বাস তরতর করে বাড়ছে। দলটার কোচ এরিক টেন হাগ জানিয়েছেন, তাঁর দলকে ভয় পেয়েছে রিয়াল-জুভেন্টাস!

এই ভয়ের মূল কারণ তাদের খেলার ধরন, এমনটাই মনে করছেন টেন হাগ, ‘আমরা বুঝেছিলাম, রিয়াল আর জুভেন্টাস আমাদের একটু হলেও ভয় পাচ্ছে। আসলে আমরা যে ধরনের ফুটবল খেলি, আমাদের বিপক্ষে ‘প্রেস’ করে খেলে বিশেষ কোনো লাভ হয় না। আমাদের খেলোয়াড়েরা টেকনিকের দিক দিয়ে অনেক বুদ্ধিমান, ফলে আমাদের ওপর চাপ সৃষ্টি করা যায় না। এমনকি রক্ষণভাগেও আমরা খেই হারিয়ে ফেলি না। আমাদের দর্শনটাই এমন, আমরা আমাদের সামর্থ্যকে ছাড়িয়ে গিয়ে ফুটবল খেলতে পারি।’

জুভেন্টাসকে কীভাবে বধ করলেন, সেই গল্পটাও বলেছেন এই কোচ, ‘প্রথমার্ধ শেষে আমরা আলোচনা করেছিলাম কীভাবে ওদের সেন্ট্রাল মিডফিল্ডার এমরে চানের ওপর চাপ সৃষ্টি করা যায়। এ কারণে আমরা আমাদের দুই সেন্ট্রাল মিডফিল্ডার ল্যাস শোন ও ফ্রেঙ্কি ডি ইয়ংকে পাশাপাশি রেখেছি, আর উইঙ্গারদের বলেছি যেন তারা যতটা সম্ভব ওপরে উঠে খেলতে থাকে। ফলে একাধিক আক্রমণের সুযোগ সৃষ্টি হয়েছে, জুভেন্টাসকে আক্রমণের চিন্তা বাদ দিয়ে রক্ষণে মনোযোগ দিতে হয়েছে।’

রিয়াল মাদ্রিদের বিপক্ষেও জয়ের একই রকম কৌশল ছিল বলে জানিয়েছেন হাগ, ‘রিয়ালের বিপক্ষেও একই ঘটনা। আমস্টারডামে প্রথম লেগে আমাদের আরও গোল করা উচিত ছিল। যেহেতু করতে পারিনি, আমাদের পরিকল্পনা ছিল রিয়ালের মাঠে গিয়ে যতটা সম্ভব বেশি সুযোগ সৃষ্টি করা আর সেসব সুযোগগুলোকে গোলে রূপান্তরিত করা। আমরা কাজটা ভালোভাবে করতে পেরেছিলাম। আমি আমার খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে গর্বিত।’

ডনি ফন ডে বিক ও ম্যাথিস ডি লিটের দুই গোলে জুভেন্টাসকে হারিয়ে সেমিতে উঠেছে আয়াক্স। জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন অন্তত এই মৌসুমে পূরণ হচ্ছে না রোনালদোর। সেমিতে টটেনহাম বা ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তরুণ প্রতিভায় ভরা এই আয়াক্সকে।