রোনালদো যে ব্যাপারে 'হাজার শতাংশ' নিশ্চিত!

রোনালদো কি জুভেন্টাসে খুশি নাকি অখুশি? ছবি : এএফপি
রোনালদো কি জুভেন্টাসে খুশি নাকি অখুশি? ছবি : এএফপি
>

গতকাল ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে টানা অষ্টমবারের মতো লিগ শিরোপা জিতে নিয়েছে জুভেন্টাস। ইংল্যান্ড, স্পেনের পর ইতালিতে এসেও লিগ শিরোপা জেতার অনন্য কৃতিত্ব গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। শিরোপা জিতেই জানিয়ে দিলেন, তাঁর জুভেন্টাস ছাড়া নিয়ে যেসব খবর বের হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

আয়াক্সের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে জুভেন্টাসের বাদ পড়ার পর থেকে কানাঘুষা বেড়েই চলেছে। ক্রিস্টিয়ানো রোনালদো নাকি চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর খেপে গিয়েছেন। জুভেন্টাস ছেড়ে আবার রিয়াল মাদ্রিদে ফিরবেন—কত কথা! গতকাল আনুষ্ঠানিকভাবে ইতালিয়ান লিগের শিরোপা জিতে রোনালদো নিজেই এসব গুঞ্জন ধামাচাপা দিয়ে দিলেন।

লিগ জেতার জন্য কাল ফিওরেন্টিনার বিপক্ষে ম্যাচটা কোনোভাবে হার এড়াতে পারলেই হতো। অ্যালেক্স সান্দ্রোর গোলের সঙ্গে ফিওরেন্টিনার আর্জেন্টাইন সেন্টারব্যাক জার্মান পেজ্জালার আত্মঘাতী গোল মিলিয়ে ২-১ গোলের জয় পেয়েছে তারা। ইংল্যান্ড ও স্পেনে লিগ শিরোপা জেতার পর ইতালিতেও লিগ শিরোপা জিতলেন রোনালদো। জিতেই জানালেন, তাঁর মনপ্রাণ পড়ে আছে জুভেন্টাসেই, ‘বছরটা আমার জন্য মানিয়ে নেওয়ার একটা বছর ছিল। বছরটা বেশ ভালো কেটেছে, এ কথা বলাই যায়। আমি অনেক বেশি খুশি কারণ এই দলটা অনেক ভালো ও লিগ শিরোপা জেতার দাবিদার।’

রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে আসার পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করেছে জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার আকাঙ্ক্ষা। আয়াক্সের কাছে হেরে যাওয়ার কারণে সে আশা অন্তত এই মৌসুমে পূরণ হবে না। এ নিয়ে কী ভাবছেন রোনালদো? ‘আপনি সব সময়েই যে জিতবেন, সেটা সম্ভব না। চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য যা যা করার দরকার আমরা সবকিছুই করেছি। হয়তো সেটা লিগ জেতার জন্য যথেষ্ট ছিল না, শুধু একটা দলই এই শিরোপা জিততে পারে। সামনের বছরেও চ্যাম্পিয়নস লিগ জেতা সম্ভব। আমি হাজার শতাংশ নিশ্চিত, সামনের মৌসুমে জুভেন্টাসেই থাকব।’