যে লড়াইয়ের মীমাংসা হয়েছিল বিশ্বকাপে এসে

গতির লড়াইয়ে পুরো ক্রিকেটবিশ্বকে বুঁদ করে রেখেছিলেন শোয়েব আখতার ও ব্রেট লি। ফাইল ছবি
গতির লড়াইয়ে পুরো ক্রিকেটবিশ্বকে বুঁদ করে রেখেছিলেন শোয়েব আখতার ও ব্রেট লি। ফাইল ছবি
>‘১০০’ অঙ্কটা বোলারদের জন্যও যে আকর্ষণীয় হতে পারে, তা প্রমাণ করেছিলেন শোয়েব আখতার ও ব্রেট লি। ক্রিকেট ইতিহাসে দীর্ঘদিন ধরেই দ্রুততম ডেলিভারির মালিক ছিলেন জেফ থমসন। একটুর জন্য ঘণ্টায় ১০০ মাইল গতিতে বল করা হয়নি তাঁর। গবেষণাগারে মাপা তাঁর সেই ডেলিভারিটিকে শেষ পর্যন্ত কে ছাপিয়ে যাবেন, তা নিয়ে শুরু হয় রোমাঞ্চকর এক লড়াই। বিশ্বকাপ নিয়ে ফিরে দেখার সপ্তম পর্ব। লিখেছেন সঞ্জয় বসাক