ইংল্যান্ডে ভিআইপি নিরাপত্তা পাবে বাংলাদেশ

বাংলাদেশ দলকে কড়া নিরাপত্তা দেবে ইংল্যান্ড। ফাইল ছবি
বাংলাদেশ দলকে কড়া নিরাপত্তা দেবে ইংল্যান্ড। ফাইল ছবি
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে বিশ্বকাপের পুরো সময়টায় সাতজন নিরাপত্তা কর্মকর্তা সার্বক্ষণিকভাবে থাকবেন বাংলাদেশ দলের সঙ্গে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বোমা হামলা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর থেকেই নিরাপত্তাব্যবস্থা নিয়ে ভীষণ সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেকোনো সফরে নিরাপত্তার বাড়তি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। সেটার শুরু আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকেই। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে বিশ্বকাপের পুরো সময়টায় সাতজন নিরাপত্তা কর্মকর্তা সার্বক্ষণিকভাবে থাকবেন বাংলাদেশ দলের সঙ্গে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, আয়ারল্যান্ড সফরের জন্য বিসিবি নিজেদের খরচে চারজন নিরাপত্তা কর্মকর্তার ব্যবস্থা করবে। তাঁদের সঙ্গে বিসিবির নিজস্ব নিরাপত্তা কর্মকর্তাও থাকবেন। আর বিশ্বকাপে বাংলাদেশের জন্য আইসিসি যে দুজন নিরাপত্তা কর্মকর্তা দেবে, নিজেদের খরচে সে দুজনকে আয়ারল্যান্ডেও নেবে বিসিবি। নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিসিবি সভাপতি আজ বলেছেন, ‘নিউজিল্যান্ডের ওই ঘটনার পরে নিরাপত্তা একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এইটা বড় সমস্যা। এইটা নিয়ে আমরা চূড়ান্ত একটি সিদ্ধান্ত নিলাম। আমরা ওখানে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। ইউকেতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা ভিভিআইপি গেলে যে সমস্ত প্রাইভেট সিকিউরিটি নেওয়া হয়, আমরা ওদের সঙ্গেও কথা বলে ফাইনাল করে ফেলেছি। আমরা আজকে ওকে করে দিলাম যে ওদের সঙ্গে আমাদের প্রাইভেট সিকিউরিটি থাকবে। বোর্ড থেকেও আয়ারল্যান্ড সিরিজ ও ২০১৯ বিশ্বকাপে একজন না একজন থাকবে। সবদিক দিয়ে আমি মনে করি, এখন পর্যন্ত ঠিক আছে।’

সার্বক্ষণিকভাবে বাংলাদেশ দলের সঙ্গে যে বাড়তি নিরাপত্তা কর্মকর্তা থাকবেন, সেটিও নিশ্চিত করলেন নাজমুল, ‘ইংল্যান্ডে আমাদের হাইকমিশনের সঙ্গে কথা বলে সবকিছু চূড়ান্ত করে ফেলেছি আমরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওখানে গেলে, যে বেসরকারি নিরাপত্তার ব্যবস্থা করা হয়, আমরা সেটাই করেছি। আর আমাদের মেজর ইমাম এবং মেজর মঞ্জুর আছেন, ঘুরিয়ে-ফিরিয়ে আয়ারল্যান্ড ও বিশ্বকাপে তাঁরা কেউ না কেউ থাকবেন। আইসিসির ২৩ মে থেকে যে দুজনকে দেওয়ার কথা, তাঁদেরও আমরা নিয়ে যাব আয়ারল্যান্ডে। এরপর আয়ারল্যান্ডের তরফ থেকে যে ব্যবস্থা করার কথা, তারা তো তা করবেই।’