পাকিস্তানকে গর্ব করার সুযোগ এনে দেবেন আমির

পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরেছেন আমির। ফাইল ছবি
পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরেছেন আমির। ফাইল ছবি
বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত মোহাম্মদ আমির। হাতে পাওয়া সুযোগটা কাজে লাগাতে চাইছেন তিনি

স্বপ্ন পূরণ হচ্ছে মোহাম্মদ আমিরের। নিষেধাজ্ঞায় টানা দুটি বিশ্বকাপে বসে থাকার পর এবারও দর্শক হয়ে থাকার সব ব্যবস্থা হয়ে গিয়েছিল তাঁর। তবে কাল পাকিস্তানের নির্বাচকদের বোধোদয় হয়েছে। ইংল্যান্ডে আমিরের অতীত পারফরম্যান্সের কথা চিন্তা করে দলে আনা হয়েছে আমিরকে। সুযোগ পেয়ে পাকিস্তানকে গর্বিত করার কথা বলছেন আমির।

পাকিস্তানের ক্রিকেট–ভক্তরা গত দেড় মাস নির্ঘাত প্রার্থনায় ছিল আমিরের বিশ্বকাপে সুযোগ পাওয়ার আশায়। চ্যাম্পিয়নস ট্রফি জয়ে এই পেসারের যে অনেক বড় অবদান। সোমবার তাদের আশা পূরণ হয়েছে। প্রাথমিকভাবে ঘোষিত দলে তিনটি পরিবর্তন এনেছে পাকিস্তান। আমিরের সঙ্গে সুযোগ পেয়েছেন ওয়াহাব রিয়াজ ও সদ্য সন্তান হারানো আসিফ আলী।

ওয়াহাব রিয়াজের অন্তর্ভুক্তি নিয়ে নানা প্রশ্ন থাকলেও আমিরকে দলে ফিরে পেয়ে সন্তুষ্ট প্রায় সবাই। সুযোগ পেয়ে সবাইকে ধন্যবাদ দিতেও দেরি করেননি আমির। টুইটারে পোস্ট করেছেন, ‘আলহামদুলিল্লাহ, পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে কৃতার্থ এবং গর্বিত। শতভাগ দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করব দেশকে গর্বিত করার। আমার জন্য যাঁরা দোয়া করেছেন এবং সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এখন আরও বেশি করে দরকার হবে সেটা।’

গত দুই বছরে ভয়াবহ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন আমির। শেষ ১০ ওয়ানডেতে মাত্র ২ উইকেট তাঁর। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর ১৪ ম্যাচে ৪ উইকেট! এ কারণে ক্রিকেট বিশ্বকাপের দল থেকে শুরুতে বাদ দেওয়া হয়েছিল তাঁকে। ইংল্যান্ড সিরিজে সুযোগ দেওয়া হলেও জলবসন্তের কারণে খেলতে পারেননি। কিন্তু তাঁর অনুপস্থিতিতে অন্য বোলারদের বাজে পারফরম্যান্স কপাল খুলে দিয়েছে আমিরের। বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করে জানিয়েছেন, ‘মাঝে মাঝে খেলা থেকে দূরে থাকা যে শাপেবর হতে পারে, সেটা মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ বুঝতে পারল।’

আমিরের অবশ্য শুভাকাঙ্ক্ষীর অভাব হয়নি কখনো। ওয়াসিম আকরাম তো তাঁকে বিশ্বকাপে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছিলেন, ‘আমরা বিশ্বকাপের দল থেকে আমিরকে বাদ দিতে পারি না। ইংলিশ কন্ডিশনে ও যেহেতু ভালো করে বিশ্বকাপ দলে ও আমার প্রথম পছন্দ।’

শেষ পর্যন্ত আকরামের ইচ্ছাই পূরণ হয়েছে, পাকিস্তানের অধিকাংশ দর্শকেরও। দেখা যাক আমির তাদের ভালোবাসার প্রতিদান কেমন দেন!