চোখ বন্ধ করে রিয়ালে যেতে চেয়েছিলেন এমবাপ্পে

বেতন বৃদ্ধি নাকি ক্লাব বদল, এমবাপ্পের চাওয়া কোনটি? ছবি: এএফপি
বেতন বৃদ্ধি নাকি ক্লাব বদল, এমবাপ্পের চাওয়া কোনটি? ছবি: এএফপি
গত মৌসুমেই রিয়াল চলে যেতে চেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। এ তথ্য জানিয়েছেন পিএসজির সাবেক কোচ উনাই এমেরি।

মাঠে ফুটবল নেই। ইউরোপা ও চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে নিশ্চুপ ইউরোপিয়ান ফুটবল। নিস্তরঙ্গ ফুটবলে ঝড় তোলার সব দায়িত্ব পরশু একাই নিয়ে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় অনেকেই এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার ইঙ্গিত খুঁজে পেয়েছেন। এর মাঝেই উনাই এমেরি নতুন তথ্য দিয়ে সে বিতর্ক উসকে দিয়েছেন।

ফ্রেঞ্চ লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার বুঝে নেওয়ার সময় বর্তমান ক্লাব পিএসজির উদ্দেশ্যে একটি বক্তৃতা দিয়েছেন। সে বক্তৃতায় নড়েচড়ে বসেছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে নতুন মৌসুমে আরও বেশি দায়িত্ব নিতে চান। পুনর্গঠনের মধ্য দিয়ে যাওয়া রিয়াল তো তাঁর অপেক্ষাতেই আছে। সে গুঞ্জনের পাল্লা ভারী করতেই কি না মুখ খুললেন সাবেক পিএসজি কোচ উনাই এমেরি। তাঁর দাবি, পিএসজিতে এসেই রিয়ালে চলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন এমবাপ্পে।

২০১৭ সালে বিশ্ব রেকর্ড গড়ে নেইমারকে দলে টানার পর এমবাপ্পেকে ধারে আনে পিএসজি। আর্থিক ফেয়ার প্লে থেকে বাঁচার জন্য ধারে নেওয়া হলেও এমবাপ্পেকে যে আসলে পিএসজি কিনেই নিয়েছে সেটি বুঝতে বাকি ছিল না কারও। সে সময় পিএসজির কোচ ছিলেন এমেরি। নেইমার-এমবাপ্পেকে পেয়ে বহুদিনের আরাধ্য চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখেছিল পিএসজি। কিন্তু এমেরির দল রিয়ালকে হারাতে ব্যর্থ হয়ে বিদায় নেয় শেষ ষোলো থেকেই। এমেরির দাবি প্রথম মৌসুমেই রিয়াল মাদ্রিদের যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে উঠেছিল এমবাপ্পের মাঝে, ‘আমরা সবাই ওকে ক্লাবে থাকার জন্য রাজি করিয়েছি। কাদেনা সারকে এমেরি আরও বলেছেন, আমি ওর সঙ্গে কথা বলেছি, ওর বাবার সঙ্গে কথা বলে তবেই পিএসজিতে থাকার ব্যাপারে রাজি করিয়েছি। সে রিয়ালে যেতে চেয়েছিল। তার এমনকি বার্সেলোনাতে যাওয়ারও সুযোগ ছিল।’

রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে উপেক্ষা করে পিএসজিতেই থেকে গেছেন এমবাপ্পে। সে সাফল্যের পেছনের কারণটাও জানালেন বর্তমান আর্সেনাল কোচ, ‘সে চোখ বন্ধ করে রিয়াল মাদ্রিদেই যেতে চাইছিল। আমরা সবাই মিলে ওকে বুঝিয়েছিলাম প্যারিসে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটা দেখিয়ে তবে ওকে রাখতে পেরেছি। সে আর্থিক দিকটাও দেখতে চেয়েছিল এবং পিএসজি সেটা দেখিয়েছে।’

পরশু ফ্রেঞ্চ লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমবাপ্পে বলেছিলেন, ‘পিএসজিতে আমি অনেক কিছু শিখেছি। মনে করি আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত আমার। আশা করি সেটা প্যারিস সেন্ট জার্মেইয়েই হবে, তাহলে খুবই ভালো হয়। অথবা নতুন কোনো প্রকল্পে। তবে আমি আপনাদের (পিএসজি) ধন্যবাদ দিতে চাই।’

এমবাপ্পের এমন মন্তব্যের দুটি অর্থই খুঁজে পাচ্ছেন সবাই। রিয়াল মাদ্রিদ গত দুই মৌসুম ধরেই তাঁকে দলে টানতে চাইছে। জিনেদিন জিদানের অধীনে রিয়াল মাদ্রিদের পুনর্গঠনের দায়িত্ব নেওয়ার ইচ্ছা তাঁর। অথবা এ বক্তব্য দিয়ে পিএসজিকে বেতন বাড়ানোর কথা জানিয়ে দিয়েছেন এমবাপ্পে। নেইমারের ৩৭ মিলিয়ন ইউরোর বিপরীতে মাত্র ১৪ মিলিয়ন ইউরো বেতন পান এমবাপ্পে। ক্লাবের প্রতি এমবাপ্পে হয়তো ইঙ্গিত দিয়ে রাখলেন, দুই মৌসুমেই নেইমারের চেয়ে উজ্জ্বল পারফরম্যান্স তাঁর, ফ্রান্সেও নেইমারের চেয়ে তারকা খ্যাতি বেশি। এবার ঘটা করে পিএসজির উচিত স্বীকার করে নেওয়া নেইমার নয়, এমবাপ্পেই পিএসজির মূল তারকা।

পিএসজির এর মাঝেই বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে এমবাপ্পে আগামী মৌসুমেও ক্লাবে থাকবেন। কিন্তু দলবদলের বাজারে আসলেই কী হবে সেটা কে বলতে পারে?