মেসি না ফন ডাইক - কার ভাগ্যে ব্যালন ডি'অর?

চ্যাম্পিয়নস লিগ শিরোপার মতো ব্যালন ডি`অর নিয়েও উৎসব করবেন ফন ডাইক? ছবি: এএফপি
চ্যাম্পিয়নস লিগ শিরোপার মতো ব্যালন ডি`অর নিয়েও উৎসব করবেন ফন ডাইক? ছবি: এএফপি
>লিওনেল মেসি এবার ব্যক্তিগতভাবে ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম কাটিয়েছেন। কিন্তু দলগতভাবে শুধু লিগ জেতার কারণে এবারের ব্যালন ডি’অর মেসি জিতবেন কি না, সেটা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। মেসিকে টপকে ব্যালন ডি’অর জিতে যেতে পারেন সদ্য চ্যাম্পিয়নস লিগ জয়ী লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

মেসির মৌসুম কেমন কেটেছে এবার? এ প্রশ্নের উত্তরে দ্বিধান্বিত উত্তর পাওয়া যাবে। শুধু ঘরোয়া লিগ জিতেছে মেসির বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার কাছে কোপা দেল রের ফাইনালে হেরেছে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও হেরেছে লিভারপুলের কাছে। ওদিকে একক নৈপুণ্যের দিকে নজর দিলে মেসি নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন।

মেসির ব্যক্তিগত নৈপুণ্য দলগত সফলতায় রূপ নেয়নি। বার্সার ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। যে কারণে মেসির হাতে বিশ্বের সেরা খেলোয়াড়ের স্মারক আসবে কি না, নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। আলোচনায় চলে এসেছেন লিভারপুলের ডাচ সেন্টারব্যাক ভার্জিল ফন ডাইক।

ফন ডাইকও স্বপ্নের মতো এক মৌসুম কাটিয়েছেন। তাঁর হাত ধরেই লিভারপুলের রক্ষণভাগ এখন বিশ্বের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গোটা মৌসুমে ফন ডাইককে ড্রিবল করে কেউ কাটাতে পারেননি, এমনকি মেসিও না! ভালো খেলার পুরস্কার এর মধ্যেই পেয়েছেন তিনি। পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন, হয়েছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার অলিখিতভাবে আক্রমণভাগ বা মাঝমাঠের খেলোয়াড়দের জন্য বরাদ্দ থাকলেও ফন ডাইক দেখিয়ে দিয়েছেন, রক্ষণভাগের খেলোয়াড় হয়েও সেরা খেলোয়াড়ের সম্মান পাওয়া সম্ভব।

ফন ডাইকের হাত ধরেই রক্ষণভাগের খেলোয়াড়েরা আক্রমণভাগের খেলোয়াড়দের হারিয়ে ব্যালন ডি’অর জেতার সূচনা করবে, এমনটা আশা করছেন অনেকে। সেই ২০০৬ সালে সর্বশেষ কোনো ডিফেন্ডার ব্যালন ডি’অর জিতেছিলেন। সেবার ইতালির হয়ে বিশ্বকাপ জিতে বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন ফাবিও ক্যানাভারো। ফন ডাইক মনে করিয়ে দিচ্ছেন সেই ক্যানাভারোকে। গতকাল লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার পর এই আলোচনাটা আরও জোরেশোরে শুরু হয়েছে। ব্যালন ডি’অর কি তবে ফন ডাইকের কাছেই যাচ্ছে?

ফন ডাইকের নিজের ভোটটা কিন্তু মেসির বক্সেই যাচ্ছে, ‘আমার মতে মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। ওরই ব্যালন ডি’অর জেতা উচিত। তাই আমি ব্যালন ডি’অর জেতা-না জেতা নিয়ে চিন্তা করছি না।’ তবে ব্যালন ডি’অর যদি জিতেই যান, তবে হাসিমুখেই স্মারকটা গ্রহণ করবেন বলে জানিয়েছেন, ‘কিন্তু আমি যদি জিতি, আমি সেটা সানন্দেই গ্রহণ করব। যদিও আমার মতে মেসিরই জেতা উচিত। বিশ্বের সেরা খেলোয়াড় মেসিই, সে ফাইনালে উঠতে পারুক আর না পারুক!’

এ বার ঘরোয়া লিগের চেয়েও চ্যাম্পিয়নস লিগ বেশি জিততে চেয়েছিলেন মেসিরা। মেসিদের স্বপ্ন পূরণ হয়নি ফন ডাইকদের জন্যই। এবার কি তবে মেসির কাছ থেকে ব্যালন ডি’অরটাও কেড়ে নেবেন তিনি?