সেঞ্চুরি করেই জবাব দেবেন ওয়ার্নার

সমালোচনার জবাব সেঞ্চুরি করেই দিতে চান ডেভিড ওয়ার্নার। ছবি: এএফপি
সমালোচনার জবাব সেঞ্চুরি করেই দিতে চান ডেভিড ওয়ার্নার। ছবি: এএফপি
>প্রথম ম্যাচে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেছেন। তবে এটুকুতেই সন্তুষ্ট হচ্ছেন না ডেভিড ওয়ার্নার। বরং বড় ইনিংস খেলার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছেন অস্ট্রেলীয় ওপেনার।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই ফিফটির দেখা পেয়েছেন। অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরায় পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। তবে আফগানিস্তানের বোলারদের চেয়ে ডেভিড ওয়ার্নারের বড় প্রতিপক্ষ বোধ হয় ছিলেন ইংলিশ দর্শকেরা। মাঠে নামার সময় দুয়ো শুনেছেন, দারুণ ইনিংসটির পর সেটির মাত্রা বেড়েছে আরও। এত এত দুয়োধ্বনি শুনেও পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখাননি ওয়ার্নার। ওয়ার্নার যে ঠিকই করে রেখেছেন, সেঞ্চুরি না করা পর্যন্ত মুখ খুলবেন না!

ওয়ার্নারের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন তাঁর ব্যক্তিগত ম্যানেজার জেমস আর্সকিন। আর্সকিন বলছেন, কথার বদলে রান করার দিকেই মন দিচ্ছেন ওয়ার্নার, ‘কথা বলে কী লাভ? কী নিয়েই বা কথা বলবে সে? আফগানিস্তানের বিপক্ষে ৮৯ করেছে, তার মানে সে ভালো খেলছে। অন্তত রানের খাতা খোলার আগেই তো আউট হয়ে যায়নি!’

এখন যারা ওয়ার্নারকে দুয়ো দিচ্ছেন, ওয়ার্নার একটি সেঞ্চুরি করলে তারাই আবার বাহবা দেবেন, এমনটাই বলছেন আর্সকিন, ‘আমার মনে হয় চুপ থাকার এই কৌশল কাজে লাগবে। যদি সে ইংল্যান্ড বা অন্য কারওর বিপক্ষে সেঞ্চুরি পায়, তখন দুয়ো দেওয়া এই লোকগুলোই তাঁর প্রশংসা করবে।’

শুধু সমালোচকদের নয়, বড় ইনিংস না খেলা পর্যন্ত নিজ দেশের সাংবাদিকদের সঙ্গেও ‘মৌনব্রত’ পালনের সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্নার। এমনকি আইসিসি আয়োজিত কোনো সংবাদ সম্মেলনেও কথা বলবেন না ওয়ার্নার, এমনটাও জানিয়েছেন আর্সকিন।

এর আগে টাইগার উডস ও শেন ওয়ার্নের ম্যানেজার হিসেবে কাজ করা আর্সকিন নিজেও একজন ইংলিশ। ওয়ার্নারকে দুয়ো দিয়ে ইংলিশ সমর্থকেরা আদতে যে অস্ট্রেলিয়ারই উপকার করছেন, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি। ওয়ার্নারের চরিত্র সম্পর্কে না জেনে তাঁকে দুয়ো দেওয়ায় ইংলিশ সমর্থকদের ‘বোকা’ও বলেছেন আর্সকিন, ‘এই দর্শকেরা এতটাই বোকা যে এরা বুঝতেই পারছে না, ওদের এমন আচরণ ওয়ার্নারকে আরও তাতিয়ে দিচ্ছে। দিন শেষে এগুলো তাঁকে আরও অনুপ্রাণিত করবে, ভালো খেলতে সাহায্য করবে। খুব শিগগিরই তারা বুঝতে পারবে, এমন একজনকে দুয়ো দেওয়া হচ্ছে, যার মনোযোগ ও ইচ্ছাশক্তি অন্য পর্যায়ের। সে জানত এখানে তাঁকে দুয়ো দেওয়া হবে। সে এসবের জন্য প্রস্তুত ছিল।’

এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ব্যাটে যে একদমই মরচে ধরেনি, সেটা গত আইপিএলেই দেখিয়েছেন। ২০১৯ বিশ্বকাপেও প্রথম ম্যাচে খেলেছেন ম্যাচজয়ী ইনিংস। বড় একটা ইনিংস হয়তো খুব তাড়াতাড়িই খেলবেন ওয়ার্নার। এত সমালোচনার জবাব হয়তো তখনই দেবেন তিনি!